মমতা ব্যানার্জী USE & Throw : অর্জুন সিং

বাংলাHunt :গতকালই ভাটপাড়া পৌরসভা দখল নিয়েছে অর্জুন সিং এর অনুগামীরা এবং বিজেপি নেতারা। গতকাল চেয়ারম্যান নিযুক্ত করেছেন। একটি জনসভায় অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি ইউজ এন্ড থ্রো অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন দরকারের সময় মানুষকে ব্যবহার করেন দরকার পড়ে মানুষকে ছুঁড়ে ফেলে দেন, কারণ সাম্প্রতিক যেভাবে একের পর এক নির্বাচনে ব্যারাকপুর ভোটের জেতাবার দায়িত্ব ছিলো অর্জুনের হাতে। কিন্ত খমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফলস্বরুপ বারবার

অর্জুন সিং কে টিকিট দেইনি৷ কিন্তু 2019 এর লোকসভা নির্বাচনে অর্জুন সিং তৃণমূল নেত্রীর কাছে যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল হয়ে দাঁড়াবার টিকিট চেয়েছিলেন তখন মমতা দিদি দিতে নারাজ ছিলেন। তারপর অভিমানী অর্জুন বিজেপিতে যোগদান করেন এবং অবশেষে বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে লড়াই করে অবশেষে জয় যুক্ত হন।

fa749 mamta and arjun singh গতকাল তিনি অনুষ্ঠানে বলেন একটা পৌরসভা, একটা পঞ্চায়েত থাকবে না তৃনমূলের। সব বিজেপির দিকে চলে আসবে এবং মমতা ব্যানার্জি সময় মতো ইউস করে আর পরে ফেলে ও দেয়

সম্পর্কিত খবর