মন ভাঙল ‘গদ্দার’, প্রথমবার ভাটপাড়ায় ভোট দিতে পারলেন না অর্জুন সিং! কেন জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বাংলার বিরোধী রাজনীতিতে অর্জুন সিং নামটাই ‘কাফি’। ব্যারাকপুর-ভাটপাড়ার এই বিজেপি নেতার দাপটে থরহরিকম্প এলাকা। তিন দশক ধরে সক্রিয় রাজনীতিতে তিনি। কিন্তু এহেন দাপুটে নেতা জীবনে প্রথমবারের জন্য ভোট দিতে পারলেন না এবার। নিজের ওয়ার্ডেই ভোট দেওয়া হল না ব্যারাকপুরের বিজেপি সাংসদের। কারণ জানলে চমকে যাবেন আপনিও।

ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্জুন সিং। ফলে স্বভাবতই তাঁর ভোট দেওয়ার কথা ছিল এই ওয়ার্ডেই। ১৭ নম্বর ওয়ার্ডে এবার প্রার্থী হয়েছিলেন অর্জুন সিং এরই ভাইপো সৌরভ সিং। সব ঠিকই চলছিল। কিন্তু ভোটের মাত্র কয়েকদিন আগে ভেঙে চুরমার হয়ে যায় অর্জুনের পুরসভা দখলের স্বপ্ন। অর্জুন সিং এর রীতিমতো হাঁড়িতে ঢুকে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ঘোষ। তাঁদের হাত ধরেই তৃণমূলে যোগ দেন সৌরভ সিং। ভাইপো সৌরভ এহেন ‘অসুরকুলে প্রহ্লাদ’ হয়ে ওঠায় খোদ অর্জুন সিং এর গড়েই স্থান হয়নি বিজেপির। ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী দিতেই পারেনি গেরুয়া শিবির।

নিজের ওয়ার্ডেই ভাইপোর বিশ্বাসঘাতকতায় মন ভেঙেছে বিজেপি নেতার। বিনা যুদ্ধেই মাটি ছাড়তে হচ্ছে একথা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। অর্জুন সিং জানিয়েছেন, ‘জীবনে প্রথমবার ভোট দিতে পারলাম না। খুব খারাপ লাগছে। প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু গদ্দারি করে পালিয়ে গেল।’

arjun singh

পুরভোটে সকাল থেকেই উঠে আসছে একাধিক ঝামেলার খবর। সেই প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, ‘মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। মানুষ উত্তর দিয়ে দেবে। ২০২৪ এ এর ফল বুঝতে পারবে তৃনমূল। মানুষ যখন নিজের ভোট দিতে পারবে না তার রি অ্যাকশন হবেই।’ বিজেপি বিহনের পুরভোটে কার্যতই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর