‘ভাটপাড়ায় গুলি চালানোর জন্য পুলিসকে লেলিয়ে দিচ্ছেন মমতা’ : বিস্ফোরক অর্জুন

 

বাংলা হান্ট ডেস্ক: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বচসা, তিনি বলেন, “ভাটপাড়ায় গুলি চালানোর জন্য পুলিসকে লেলিয়ে দিচ্ছেন মমতা।” ভাটপাড়ার অশান্তিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ যুবকের, তারই প্রতিক্রিয়াতে এরকম মন্তব্য করেন অর্জুন।

 

তাঁর অভিযোগ,  “পুলিস লেলিয়ে অশান্তি পাকানো হচ্ছে। এলাকা।কীভাবে শান্ত থাকবে? পুলিসের গুলিতে মারাও গিয়েছে মানুষ। আবার তাদের বাড়িতে গিয়েই হামলা চালাচ্ছে পুলিস। নিরপেক্ষ হতে হবে পুলিসকে।”

81851 img 20190621 wa0001

ভাটপাড়ায় আজ উদ্বোধন হওয়ার কথা নতুন থানার। এর আগে এই ভাটপাড়া ফাঁড়ি এলাকা ছিল জগদ্দল থানার অধীনে। কিন্তু গত এক মাস ধরে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাটপাড়া। এলাকায় শান্তি ফেরাতেই সিদ্ধান্ত নেওয়া হয় জগদ্দল থানা ভেঙে তৈরি হবে ভাটপাড়া থানা।

সম্পর্কিত খবর