‘গায়ে হাত পড়লে ব্যারাকপুরও নন্দীগ্রাম হয়ে যেতে পারে!’ : পুলিশকে হুংকার দিলেন অর্জুন

 

বাংলা হান্ট ডেস্ক: “নিরীহ মানুষের গায়ে যদি হাত পড়ে, তবে ব্যারাকপুরও হয়ে যেতে পারে নন্দীগ্রাম।” বিজেপি নেতা অর্জুন সিং বিক্ষোভ দেখাতে গিয়ে হুঁশিয়ারি দিলেন নৈহাটি থানায়। বিজেপি আজ থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে ‘জয় শ্রী রাম’ বলার জন্য গ্রেফতার ও পুলিসি হয়রানির প্রতিবাদে। এই প্রতিবাদের জেরে এমনই হুংকার দিলেন বিজেপি নেতা অর্জুন সিং।

 

বিজেপি বিক্ষোভ কর্মসুচি পালন করে নৈহাটির পাশাপাশি জগদ্দল থানার সামনেও। বিক্ষোভ চলে অর্জুন সিংয়ের উপস্থিতিতেই। গোটা ঘটনায় অর্জুন সিং কড়া সমালোচনা করেন পুলিসের। তিনি অভিযোগ করেন পক্ষপাতিত্ব করছে পুলিস। অর্জুন সিং পুলিসকে আবেদন জানান নিরপেক্ষ কাজ করার।

7c490 img 20190601 wa0041

প্রসঙ্গত, ভাটপাড়ায় ৭ জনকে আটক করা হয়েছে মুখ্যমন্ত্রীর সামনে ‘জয় শ্রী রাম’ বলায়। জগদ্দল থানার পুলিস তাঁদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগে। এই ঘটনার জেরেই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি।

সম্পর্কিত খবর