তাকে নিয়ে যত বিতর্ক! জানুন অর্জুন সিংয়ের মোট সম্পত্তি ও বিদ্যের দৌড় কতটা

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে বঙ্গ রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছেন অর্জন সিং। লোকসভা নির্বাচনে তৃণমূল টিকিট দেয়নি অর্জুন সিংকে। এই নিয়ে প্রকাশ্যে অবশ্য ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে। এই অবস্থায় তিনি তৃণমূলেই থাকবেন নাকি বিজেপিতে ফিরে যাবেন তা নিয়ে চলছে জোর আলোচনা।

যদিও ব্যারাকপুরের ‘বাঘ’ অর্জুন সিং আজ জানিয়েছেন, তিনি বিজেপিতে যে কোনও দিন যোগদান করতেই পারেন। তবে অর্জুন সিং কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন তা কি আপনার জানা আছে? চর্চিত এই নেতার সম্পত্তির পরিমাণই বা কত? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেব সেইসব।

আরোও পড়ুন : এবার রাজ্যে হবে ১৫০০ জন শিক্ষক নিয়োগ ! ভোটের মুখেই বড়সড় আপডেট PSC’র

কংগ্রেসের হাত ধরে অর্জুন সিংয়ের রাজনীতিতে প্রবেশ। তবে বারবার দল বদল করায় অনেকেই অর্জুন সিংকে ‘সুবিধাবাদী,’ ‘পালটিবাজ’ ইত্যাদি নামেও আখ্যায়িত করে থাকেন। কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে ১৯৯৫ সালে প্রথমবার কাউন্সিলর হন অর্জুন। তারপর তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে।

আরোও পড়ুন : মিলল না ফার্স্ট পজিশন! তবুও TRP লিস্টে খেল দেখাচ্ছে বঁধুয়া, দেখুন রেটিংয়ে কে কত নম্বর পেল

যদিও ২০১৯ সালে বিজেপিতে যোগদান করে অর্জুন সিং সাংসদ হন। বিজেপির টিকিটে জিতে সাংসদ হলেও অর্জুন সিং পরে দল বদল করে তৃণমূলে চলে আসেন। তবে এক বছরের মধ্যেই যেন ‘মোহভঙ্গ’ হল অর্জুন সিংয়ের। লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে অর্জুন আবার ফিরতে চলেছেন বিজেপিতে।

২০১৯ সালে দেওয়া নির্বাচনী হলফনামায় অর্জুন সিং জানিয়েছিলেন যে সেই মুহূর্ত তাঁর হাতে নগদ ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৮৮০ টাকা। স্ত্রী ঊষা দেবী সিংয়ের কাছে নগদ ১৫ হাজার টাকা ছিল। সেই সময় অর্জুন জানিয়েছিলেন UCO Bank-এ তাঁর ১ লক্ষ ১৫ হাজার টাকার ফিক্সড ডিপোজিট আছে।

arjun singh

এছাড়াও ইউকো ব্যাংকে ১ লক্ষ ৩০ হাজার টাকা, ইন্ডাসিন্ড ব্যাংকে  ১ লক্ষ ৬১ হাজার ৯৯২.৫০ টাকা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫১ হাজার ৯১৮ টাকা, ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকে ১ লক্ষ ৫৩ হাজার টাকা আমানতের কথা তিনি জানিয়েছিলেন।

হলফনামা অনুযায়ী, ৩ লক্ষ ২৫ হাজার ১৮২ টাকা বাজার মূল্যের ৯৩.৫ গ্রাম সোনা অর্জুন সিংয়ের রয়েছে।  ২ লক্ষ ৯৫ হাজার টাকার দেনার কথা উল্লেখ করেন অর্জুন সিং। অর্জুন সিংয়ের সর্বমোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ লক্ষ ৭৬ হাজার ১৯১.৩৮ টাকা। পাশাপাশি ৭৯ হাজার ৫০০ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে অর্জুনের স্ত্রীর নামে।

arjun

জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি মিলিয়ে ২০১৯ সালে অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫১ লক্ষ টাকা। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে ১১ লক্ষ টাকার দেনা ছিল অর্জুন সিংয়ের। অন্যদিকে তার শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ বলেও জানা গিয়েছে ওই হলফনামা থেকেই।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর