অর্জুনের নেতৃত্বে দিল্লীতে বিক্ষোভ দেখাবে বিজেপি, তৈরি হল রণনীতি

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে একুশে জুলাই শহীদ স্মরণ সম্পন্ন হলেই ২৬ তারিখ বাদল অধিবেশনের মধ্যেই দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এই সফরে একদিকে যেমন ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করবেন তিনি। তেমনি অন্যদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কাছে সময় চাওয়া হয়েছে। অনুমান অনুযায়ী, মোদী বিরোধী অন্যান্য প্রধান রাজনৈতিক নেতাদের সাথে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।

একদিকে যখন আগামী লোকসভায় দিল্লি দখলের ছক সাজাতে শুরু করেছে তৃণমূল (TMC)। তখন সেই লোকসভা থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে আক্রমণের সিদ্ধান্ত নিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। জানা গিয়েছে লোকসভায় অধিবেশন শুরু হলেই, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভ দেখাবেন তিনি। সরব হবেন ভোট পরবর্তী হিংসা নিয়েও। তার মতে, পশ্চিমবঙ্গের নির্বাচন মিটতে না মিটতেই বিরোধী নেতাদের জন্য রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলা। লোকসভায় দাঁড়িয়ে তারই প্রতিবাদ জানাবেন তিনি।

শুধু তাই নয়, দিল্লির রাজপথে বিক্ষোভ চলবে মমতা ব্যানার্জির আগমনের সাথে সাথেও। তার মতে, নির্বাচনী হিংসার শিকার হয়ে ভোটের পরেই দিল্লি পালিয়ে এসেছেন প্রায় ৭০০০ বিজেপি কর্মী। তার সঙ্গে ঐদিন পথে নামতে পারেন তারাও। অর্জুন আরও জানান, সোমবার অধিবেশন শুরু হলেই তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে আক্রমণ শানাবেন বিজেপি সাংসদরা।

 

arjun 3

একদিকে যখন বিধানসভায় পদে পদে বিজেপি বিধায়কদের শব্দবাণের লক্ষ্য হচ্ছে রাজ্যের শাসকদল, তেমনি অন্যদিকে এবার লোকসভাতেও একই নীতি অনুসরণ করবে বিজেপি, অন্তত এমনটাই জানাচ্ছেন অর্জুন সিং।

Abhirup Das

সম্পর্কিত খবর