‘শুভেন্দুর ভাষা সংযত করা উচিৎ”, বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

বাংলা হান্ট ডেস্কঃ ‘ওর উচিত ভাষা সংযত করা। ভালো জায়গায় নিয়ে যাওয়া উচিত বঙ্গ রাজনীতিকে’, এদিন এই ভাষাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন ব্যারাকপুরের (Barrackpore) সাংসদ তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অর্জুন সিং (Arjun Singh)। সম্প্রতি, বাংলার বুকে দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন অর্জুন আর এবার নিজের পুরনো দল ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন দাপুটে এই নেতা।

গতকাল একটি সভায় যোগদানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ সাশানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ডিএ বাবদ যে পরিমাণ টাকা বকেয়া রয়েছে, তা মেটাতে গেলে নবান্ন থেকে পালাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

এদিন সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অর্জুন সিং বলেন, “শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির নেতা-মন্ত্রীরা যে ভাষায় আক্রমণ করে চলেছে, তা সংযত করা দরকার। বঙ্গ রাজনীতিকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে।” বামনগাছির সভা থেকে তৃণমূল নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। ওঁনাকে নিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ শানিয়ে চলেছেন, তা কখনো উচিত না। এ ধরনের বক্তব্যের জন্য শুভেন্দুর ক্ষমা চাওয়া উচিত।”

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে দেখামাত্রই ‘চোর চোর’ বলে আক্রমণ শানাতে থাকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি ‘গো ব্যাক’ স্লোগান পর্যন্ত দেওয়া হয়। এক্ষেত্রে ১০০ দিনের কাজে কেন্দ্রের দ্বারা রাজ্যকে বঞ্চনা করার জন্য দিলীপবাবুকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে মানুষ। এক্ষেত্রে তৎক্ষণাৎ মেজাজ হারিয়ে ফেলেন তিনি এবং পরবর্তীতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “সকাল সকাল চোরদের মুখ দেখতে হল। বুকে পা তুলে দেব।”

দিলীপবাবুর মন্তব্যের সমালোচনা করে অর্জুন সিং বলেন, “উনি যত বিতর্কিত মন্তব্য করবেন, তৃণমূল কংগ্রেসের ততো ভালো হবে। দিলীপ ঘোষ একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন। উনি মুখ খুললেই আমাদের দলের ৫০০ করে ভোট বাড়বে। ওর ব্যাপারে কিছু বলতে চাই না।”

arjun singh bjp tmc

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন অর্জুন সিং। তিনি বলেন, “মানুষ আমাদের খারাপ নজরে দেখে চলেছে। টাকার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, সেই কারণে আমাদের ভাবমূর্তি ক্রমশ নষ্ট হচ্ছে। দুজন চুরি করার জন্য ৯৮ শতাংশ মানুষের উপর প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। টাকার পাহাড় দেখানো হচ্ছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দুজন চুরি করার দলের সবাইকে চোর বলা হচ্ছে। ওই দুজনকে চিহ্নিত করা দরকার। মানুষ আমাদের ওপর খারাপ নজর রেখে চলেছে।” আর এবার বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেওয়ার মাধ্যমে ফের একবার স্বমহিমায় ধরা দিলেন অর্জুন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর