টিটাগড় বিস্ফোরণে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার! কে এই আরমান? আসল পরিচয় চমকে দিতে পারে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড় (Titagarh Blast)। সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে রিয়াজউদ্দিনের। ইতিমধ্যেই শাসকদলের এই নেতা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাঁর ‘উৎপত্তি’ নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)।

টিটাগড় বিস্ফোরণে ধৃত তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরকে নিয়ে কী বললেন অর্জুন?

পদ্ম নেতার দাবি, দলে ভালো কাজ করতেন। সেই কারণেই কাউন্সিলর পদের জন্য সুপারিশ করা হয়। অর্জুনের দাবি, তৃণমূল কংগ্রেসই আরমানকে অভিযুক্ত বানিয়েছে। সেই সঙ্গেই তাঁর প্রশ্ন, ‘এখানকার সাংসদ তো গুণ্ডারাজ খতম করতে চেয়েছিলেন। কিন্তু কী হল?’

জানা যাচ্ছে, বছর চারেক আগে তৃণমূলে (TMC) নাম লেখান আরমান। বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এই কাউন্সিলরের বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। খুন, তোলাবাজি থেকে শুরু করে পুলিশের গাড়িতে বোমা মারা সহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনই অভিযোগ সামনে আসছে বলে খবর।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে স্থানীয় তৃণমূল নেতা? হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টে তোলপাড়

অর্জুন সিং এই বিষয়ে বলেন, ‘পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, এরা সব অপরাধীরাই হয়। এরা সব কুখ্যাত অপরাধী। ওর বাড়িতেই বোমা মজুত করা ছিল। ছাদের ওপর বিস্ফোরণ! আমি কখনও শুনিনি। এখানকার সাংসদ তো গুণ্ডারাজ খতম করতে চেয়েছিলেন। কিন্তু কী হল?’

Trinamool Congress Councilor Armaan Mondal

ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তীও এই নিয়ে মুখ খুলছেন। দু’জনেই স্পষ্ট জানিয়েছেন, দল কোনও রকম গুণ্ডামি সহ্য করবে না।

উল্লেখ্য, গত সোমবার সকালে টিটাগড় পুরসভার ৪ নং ওয়ার্ডের একটি বহুতল আবাসনে বিস্ফোরণ হয়। এই ফ্ল্যাট তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর আরমান দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। সেদিন বিকেলেই আরমানকে ডেকে পাঠায় পুলিশ। বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তৃণমূল কাউন্সিলরের অবশ্য দাবি, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেটি তাঁর দখলে ছিল না।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X