“মুখ্যমন্ত্রীকে কয়েকমাসের মধ্যে চেয়ার থেকে সরিয়ে ছাড়ব” দাবি অর্জুনের

বাংলা হান্ট ডেস্ক: বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর সাথে যে মুখ্যমন্ত্রীর সম্পর্ক খুব একটা মধুর নয় তার প্রমান আগেই পাওয়া গিয়েছে। কেও কাওকে ছেড়ে কথা বলেন না। এবার অর্জুন আরও কড়া ভাষায় সমালোচনা করল অর্জুনের।
133e1 images 9
অর্জুন বলেন,”দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনি কি এ দেশের রাজা নাকি যে উনার সামনে কেউ ‘জয় শ্রী রাম’ বলতে পারবেনা কেউ উনার গাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিলে উনি গাড়ি থেকে নেমে পুলিশকে নির্দেশ দিচ্ছেন গ্রেফতার করার। ‘জয় শ্রী রাম’ শব্দের মধ্যে কোন অশ্লীলতা নেই এটা কোন কুরুচিকর শব্দ নয়,হিন্দু ধর্মের আমরা যারা বিশ্বাস করি তারা ‘জয় শ্রী রাম’ বলেন। তেমনিভাবে মুসলিম সম্প্রদায় আবার আল্লাহর নাম করেন।সারা দেশে এই রীতি প্রচলন রয়েছে। আমাদের বাংলা এর থেকে আলাদা কিছু নয় আমি তো নবান্নে ১০ লক্ষ জয় শ্রীরাম কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বার্তা দেব ঠিক করেছি। ”

অর্জুন আরও বলেন,”আজকে উনি বলেছেন যাকে তাকে গ্রেফতার করতে। কালকে বলবেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে, বাংলাদেশের মধ্যে। এরকম মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা ঠিক নেই। উনার সুচিকিৎসার প্রয়োজন। যত তাড়াতাড়ি উনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন বাংলার জন্য ততই ভালো। এই তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী কে তার চেয়ার থেকে সরাতে যত ব্যাপক আন্দোলন করতে হয় আমরা করব। উনাকে কয়েক মাসের মধ্যে চেয়ার থেকে সরিয়ে ছাড়বো।”

সম্পর্কিত খবর