দলবলদের হিড়িকের মাঝে নাম উঠল অর্জুন সিং-র, জল্পনা উস্কে দিলেন পার্থ ভৌমিক

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি ছেড়ে যাওয়ার যেন হিড়িক পড়ে গয়েছেন। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর আরও অনেক হেভিওয়েট গেরুয়া শিবিরের সদস্যদের দল ছাড়ার জল্পনা শুরু হয়েছে।

এবার এই দল ছাড়ার তালিকায় নাম উঠতে চলেছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (arjun singh)-র, কানাঘুষো এমনটাই শোনা গিয়েছে। সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ক্যাম্যাক স্ট্রিটের অফিসেও নাকি গিয়েছিলেন অর্জুন সিং। তবে অবশ্য এবিষয়ে বিজেপি সাংসদ এখনও মুখ খোলেননি।

tmc vs bjp

এই বিষয়ে জল্পনা উস্কে দিয়ে তৃণমূলের ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক জানান, ‘ভাটপাড়ার বিধায়ক যখন গত লোকসভার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তখন তাঁর দেখাদেখি আবেগের বশে অনেকেই সবুজ শিবিরের ছত্রছায়া ত্যাগ করেছিলেন। সেই সময় সাড়ে আটশোর বেশি ঘর ভেঙে দেওয়ার কারণে, অনেকে ভয় পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। তবে নির্বাচনের ফল প্রকাশের পর ভুল বুঝতে পেরে অনেকেই ফিরে আসছেন’।

তিনি আরও বলেন, ‘তৃণমূলের গেট বন্ধ রয়েছে। কাকে দলে নেওয়া হবে, তা দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবে। সেই কারণে এখন গেট লক করা রয়েছে’।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন অর্জুন সিং। তারপর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী হয়ে সাংসদ হন। বর্তমান সময়ে সেই অর্জুন সিং-রেই দলবদলের জল্পনা তুঙ্গে।

সম্পর্কিত খবর

X