‘চলার পথে পায়ে কাঁটা ফুটলেও লক্ষ্যপূরণ হবেই’, অর্জুনের টুইট ঘিরে তুঙ্গে তরজা

বাংলাহান্ট ডেস্ক: পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কার্যত যুদ্ধ চলছে বারাকপুরের বিজেপি সাংসদের। আবার দলের রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বিস্ফোরক অভিযোগও করেছেন। এবার ট্যুইট করে ফের ইঙ্গিতবাহী মন্তব্য করলেন দাপুটে নেতা অর্জুন সিং।

বৃহস্পতিবার অর্জুনের করা হিন্দিতে টুইটের বাংলা অর্থ দাঁড়ায়, ‘‘চলার পথে শক্ত পাথর সামনে আসবেই, পায়ে কাঁটা ফুটবেই। কিন্তু লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।’’ পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় গোড়া থেকেই সুর চড়িয়েছেন অর্জুন সিং। একাধিকবার দিল্লি গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। তারপরও অবশ্য সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের সামনে  তিনি লাগাতার সুর চড়িয়েছেন।

দিন কয়েক আগেও অর্জুন বলেছিলেন, রাজ্য বিজেপির দায়িত্ব যাঁদের দেওয়া হয়েছে তাঁদের অনেকেই যোগ্য নন। ঘরে বসে ফেসবুক-হোয়াটসঅ্যাপ করেন। সূত্রের খবর, সুকান্ত মজুমদারও ক্ষুব্ধ দলের সাংসদের এই আচরণে। এই পরিস্থিতিতে তাঁর ধারাবাহিক ইঙ্গিতবাহী টুইট ঘিরে স্বাভাবিকভাবেই জোরদার চর্চা চলছে গেরুয়া শিবিরেও। যদিও এই পোস্টে তিনি কী ইঙ্গিত দিতে চেয়েছেন তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। এই অর্জুনের বলেই একটা সময় বলিয়ান ছিল ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়ার ঘাসফুল শিবির। যদিও সময়ের সঙ্গে সে চিত্রে বদল এসেছে। অর্জুন বিজেপিতে যোগ দিলেও ধীরে ধীরে অর্জুন-ছাড়াই জয়রথ ছুটেছে তৃণমূলের। একুশের বিধানসভা ভোট, পুরভোট সবেতেই ঘাসফুলের দাপাদাপি। উল্টোদিকে নিজের ‘গড়ে’ই শক্তি কমছে একসময়ের ভাটপাড়ার ‘বাহুবলী’র। রাজনৈতিক মহলের মতে, ‘২৩-এর লোকসভা ভোটের আগে শিল্পাঞ্চলে আবার কোনও নতুন সমীকরণ হবে কীনা সেটাই দেখার বিষয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর