সচিন পুত্রের প্রথম উইকেট! টানা তৃতীয় ম্যাচ জিতে টপ ফোরের দৌড়ে ফিরে এলো রোহিতের মুম্বাই

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টানা তিনটি ম্যাচ জিতে আইপিএলের (IPL 2023) টপ ফোরের দৌড়ে দুর্দান্তভাবে ফিরে এল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সামান্য একটু হলেও কঠিন পরিস্থিতিতে বোলিং করে নিজের যোগ্যতার কিছুটা প্রমাণ দিলেন সচিনপুত্র অর্জুন টেন্ডুলকার (Arjun Tendulkar)। আইপিএলে নিজের প্রথম উইকেটটি তুলে নিয়েছেন তিনি। তবে সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) হারিয়ে আজ মুম্বাই ইন্ডিয়ান্স টানা-নিষদের তৃতীয় জয়টি তুলে নিতে পেরেছে মূলত ক্যামেরান গ্রিনের (Cameroon Green) দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স এবং টিম ডেভিডের (Tim David) নিখুঁত ফিল্ডিংয়ে ভর করে।

আজ প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। কিন্তু সেট হয়ে গিয়েও নিজের উইকেট উপহার দিয়ে আসেন নটরাজনকে। তার আগে অবশ্য ১৮ বলে ছয়টি চার মেরে ২৮ রান করে গিয়েছিলেন তিনি। ঈশান কিষান (৩৮) আজ সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে আজ মারাত্মক আগ্রাসে ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্সকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান ক্যামেরন গ্রিন।

অজি অলরাউন্ডার আজ ৪০ বলে ৬টি চার ও ২ টি ছক্কা সহ ৬৪ রান করেন। এরপর শেষ দিকে তিলক ভার্মা ১৭ বলে ৩৭ এবং টিম ডেভিড ১১ বলে ১৬ রান করে দলকে ১৯২-এর স্কোর অবধি পৌঁছে দেন। হায়দরাবাদের মার্কো জেন্সন ২ উইকেট নিলেও অনেক রান খরচ করেছেন। ১টি করে উইকেট নেন নটরাজন ও ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করম দুর্দান্ত ফিল্ডিং করেন।

এরপর রান তাড়া করতে নেমে অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং করে যাচ্ছিলেন ময়ঙ্ক আগরওয়াল। গত ম্যাচে শতরানকারী হ্যারি ব্রুক আজ ব্যর্থ। অপর দিক থেকে একের পর এক সঙ্গীকে হারিয়ে চলেছিলেন তিনি। শেষ পর্যন্ত পীযূষ চাওলার শেষ ওভারে মারাত্মক আক্রমণ করে হায়দারাবাদকে কিছুটা ম্যাচে ফিরিয়েছিলেন হেনরিক ক্লাসেন। কিন্তু সেই ওভারে অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে নিজের উইকেটটি মুম্বাইকে উপহার দিয়ে আসেন দক্ষিণ আফ্রিকান তারকা। এরপর দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ময়ঙ্ক আগারওয়ালও ৪৮ রান করে ড্রেসিংরুমে ফেরেন।।

এরপর জেন্সন কিছুটা চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়াসিংটন সুন্দর দুর্দান্ত আক্রমণ শুরু করেছিলেন কিন্তু অত্যন্ত বিশ্রী ভাবে তিনি রান আউট হয়ে ফেরেন। শেষ ওভারে অর্জুন টেন্ডুলকারের হাতে বল তুলে দিয়েছিলেন রোহিত। জয়ের জন্য সানরাইজার্সের প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু অসাধারণ বোলিং করে এবং নিজের প্রথম আইপিএল উইকেটটি নিয়ে ১৭৮ রানেই হায়দরাবাদকে অলআউট করে দেন অর্জুন।

 

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর