তুমুল সংকটে শ্রীলঙ্কা, ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছে ভারত! কৃতজ্ঞতা স্বীকার জয়সূর্য-রণতুঙ্গার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। এই মুহূর্তে সে দেশের অর্থনীতি জর্জরিত দেনার দায়ে। বিদেশি ঋণের বোঝা এতটাই মারাত্মক হয়ে দাঁড়িয়েছে যে হাঁসফাঁস করছে সেই দেশের সরকার। এই পরিস্থিতিতে ভালো বন্ধু বা পরিবারের একজনের মতোই প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। কোনও নির্দিষ্ট চুক্তি বা শর্ত ছাড়াই শ্রীলঙ্কাকে যতরকম ভাবে সম্ভব ততরকমভাবে সাহায্য করছে ভারত সরকার।

এই কঠিন সময়ে ভারত সরকারের এই ভূমিকায় মুগ্ধ ও কৃতজ্ঞ শ্রীলঙ্কা ক্রিকেটের প্রাক্তন তারকারা। বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের ক্রিকেটার অর্জুনা রণতুঙ্গা থেকে শুরু করে সনৎ জয়সূর্য, সকলেই একবাক্যে ভারত সরকারের সাহায্যের জন্য নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে তারা আঙ্গুল তুলেছেন নিজেদের সরকারের দিকে।

নয়ের দশকে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব সামলানো অর্জুনা রণতুঙ্গা শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে একইসাথে হতাশ এবং চিন্তিত। তিনি একটি বক্তব্যে জানিয়েছেন,”আজ শ্রীলঙ্কা ভিখারির মতো গোটা বিশ্বের কাছে সাহায্যের প্রার্থনা করছে। ভাগ্য ভাল যে অনেক দেশই আমাদের সাহায্য করতে রাজি হয়েছে। তাদের মধ্যেও বিশেষ করে ভারতকে ধন্যবাদ। তারা বড় দাদার মতো আমাদের সাহায্য করেছে।”

একই সঙ্গে নিজের দেশের প্রেসিডেন্ট রাজাপাকসেকে আক্রমণ করে রণতুঙ্গা বলেন,”সরকার দেশে সিভিল ওয়ারের পরিস্থিতি তৈরি করতে চাইছে। মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। জোর করে সকলের মাথায় ঢোকানোর চেষ্টা করকে হচ্ছে, এই সমস্যা তামিল এবং মুসলিমরা সৃষ্টি করেছে। ভয় হয়, আমাদের না আবার গৃহযুদ্ধের সম্মুখীন হতে হয়।” এইমুহূর্তে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে বিদ্যুতের অভাবে ব্ল্যাক আউট চলছে। খাবার, এবং প্রয়োজনীয় ওষুঢের দামও আকাশ ছোঁয়া। মজুদ নেই রান্নার গ্যাস। এই পরিস্থিতিতে ভারতের সাহায্য ছাড়া যে গতি নেই, সেটা ভালই বুঝেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ১ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেছে ভারত সরকার। পাঠানো হয়েছে জ্বালানি, ওষুধ সহ আরও নানান প্রকার সাহায্য।


Reetabrata Deb

সম্পর্কিত খবর