হাতছাড়া হচ্ছে নীপার প্রেম! রুদ্রকে কাড়তে আইপিএস অফিসার হয়ে ‘মিঠাই’তে এনট্রি অর্কজার

বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েক মাস আগে ‘মিঠাই’ (mithai) সিরিয়াল ছেড়েছেন বিশ্বাবসু বিশ্বাস। স‍্যান্ডির চরিত্রে তাঁর অভিনয় এখনো মিস করেন অনেকেই। এবার ওই সিরিয়ালেই পা রাখতে চলেছেন বিশ্বাবসুর একসময়কার প্রেমিকা অর্কজা আচার্য (arkoja acharyya)। টেলিদুনিয়ায় অবশ‍্য তিনি পরিচিত ‘নিরুপমা’ নামে। মাস দুয়েক আগে শেষ হওয়া ‘ওগো নিরুপমা’ সিরিয়াল থেকে বেরিয়ে এবার তিনি পা রাখছেন মিঠাইতে।

আইপিএস অফিসার বসুন্ধরা বসু চরিত্রে অভিনয় করবেন অর্কজা। রুদ্র ওরফে রুডি অর্থাৎ ফাহিম মির্জাকে তদন্তে সাহায‍্য করতেই তার বদলি হয়েছে। দুজনের মধ‍্যে প্রেমের সম্পর্কও তৈরি হবে বলে খবর। বৃহস্পতিবার থেকেই শুরু হল অর্কজার শুটিং। গৃহবধূ নিরুপমা থেকে ভোল বদলে সোজা আইপিএস অফিসার হয়ে কেমন অনুভূতি অর্কজার?

IMG 20211029 012509
অভিনেত্রী জানান, আইপিএস অফিসার বসুন্ধরা বসুর লুকে প্রথম বার ক‍্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে নাকি একটু ভয়ই পেয়ে গিয়েছিলেন তিনি। এমনিতেই এটা তাঁর দ্বিতীয় সিরিয়াল। মডেলিং জগৎ থেকে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। তাই দু মাস পর আবার অভিনয়ের জন‍্য ক‍্যামেরার মুখোমুখি হয়ে প্রথমটা একটু ভয় পেয়ে গিয়েছিলেন। তবে ধীরে ধীরে সয়ে যাচ্ছে ব‍্যাপারটা। অর্কজা জানিয়েছেন, আইপিএস অফিসারের চরিত্রের জন‍্য নাকি ‘মর্দানি’তে রানি মুখার্জির অভিনয়টা আরেক বার দেখবেন তিনি।

কিন্তু রুদ্রর জন‍্য বসুন্ধরা বসু করে অর্কজাকে তো আনা হল। এবার নীপা ওরফে ঐন্দ্রিলা সাহার কী হবে? রুদ্রদার প্রতি তাঁর দুর্বলতা তো আর এখন কারোর অজানা নয়। হল্লা পার্টি অনেক কষ্টে বিষয়টা বাড়ির বড়দের কাছ থেকে লুকিয়ে রেখেছে বইকি, কিন্তু দিন দিন আরোই বেড়ে চলেছে নীপার রুদ্র-প্রেম।

FB IMG 1635450776631
এমন অবস্থায় হাজির বসুন্ধরা। রুদ্রর সঙ্গে তার আগে থেকেই চেনা পরিচয়। দুজনের মধ‍্যে যদি প্রেম শুরু হয় নীপা কোথায় যাবে? অর্কজা এ বিষয়ে মুখ না খুললেও জানা যাচ্ছে, খুব করুণ অবস্থা নীপার। রুদ্রর সঙ্গে তার বয়সের পার্থক‍্যটা অনেকটা হলেও রদ্র নীপার জুটিটা অল্প সময়েই অনেকটা জনপ্রিয়তা পেয়েছিল। এবার দৃশ‍্য তৃতীয় ব‍্যক্তির প্রবেশ দর্শক কতটা ভালভাবে নেয় সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর