একসঙ্গেই গর্ভবতী দুই স্ত্রী, সতীনের ছেলেকে প্রথম স্তন্যপান করালেন সৎ মা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একই ছাদের তলায় দুই স্ত্রীকে নিয়ে সংসার ইউটিউবার আরমান মালিকের (Armaan Malik)। দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছিলেন। দুজনের সন্তানও হয়েছে আগে পরেই। এবার সতীনের সদ্যোজাত সন্তানকে প্রথম বার স্তন্যপান করালেন তার সৎ মা, কৃতিকা। একথা নিজেই সকলের সঙ্গে শেয়ার করেছেন পায়েল।

আরমান মালিকের দুই স্ত্রীই যে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছিলেন তা জানেন অনেকেই। আসলে সোশ্যাল মিডিয়ায় তাঁরাই ফলাও করে প্রচার করেছিলেন সবটা। সদ্য পায়েল মালিকের যমজ সন্তানের জন্ম হয়েছে। কিন্তু তিনি অসুস্থ থাকায় তাঁর সদ্যোজাত সন্তানকে প্রথম স্তন্যপান করান সতীন কৃতিকা। পায়েলের দুই যমজ সন্তানের নাম রাখা হয়েছে তুবা এবং আয়ান।

armaan malik

অন্যদিকে কৃতিকাও জন্ম দিয়েছেন এক পুত্রসন্তানের, যার নাম রাখা হয়েছে জয়েদ। সতীনের মা হওয়ার পর কৃতিকাই যত্নআত্তি করছেন তাঁর। স্বামীর দ্বিতীয় স্ত্রী, এই পরিচয়টা ভুলে গিয়ে বোনের মতোই পায়েলের খেয়াল রাখছেন কৃতিকা।

প্রসঙ্গত, ইউটিউব জগতে নামডাক ভালোই রয়েছে আরমানের। তবে পরিচিতির পরিসর আরো বেড়েছে তাঁর ব্যক্তিগত কেচ্ছা সামনে আসতে। নিজের দুই স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি। অন্য লোকজনের কাছে বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু এবং অদ্ভূত হলেও আরমানের দুই স্ত্রী কিন্তু বোনের মতোই মেনে নিয়েছেন একে অপরকে।

armaan malik

উল্লেখ্য, আরমান ও তাঁর প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। ফের তিন সন্তানের বাবা হয়েছেন ইউটিউবার। নিজেদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে দেখিয়েই খ্যাতি এবং রোজগার হয় আরমানের। স্বামীর সব কাজেই সায় থাকে দুই স্ত্রীরও। এখন যেমন একে অন্যের সন্তানের যত্ন করছেন তাঁরা।

X