বাংলা হান্ট ডেস্কঃ বারবার একই ঘটনা। তিনি নাকি পুলিশকর্মী! ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে ধরা পড়লেন ভুয়ো পরিচয় দেওয়া এক ব্যক্তি। জানা গিয়েছে, এদিন সকালে হরিশ চট্টোপাধ্যায়ের মুখে কালো রঙের একটি প্রাইভেট গাড়ি নিয়ে থাকা এক ব্যক্তিকে আটকায় পুলিশ। সূত্রের খবর নিজেকে পুলিশকর্মী দাবি করে ওই যুবক। তবে কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি।
ব্যক্তিকে নামিয়ে ঠেলে তোলা হয় পুলিশের গাড়িতে। সূত্রের খবর, ইতিমধ্যেই ওই যুবককে ধরে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আজ ২১ জুলাই যখন মহানগরীতে তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল, সকলে ব্যস্ত তৃণমূলের শহীদ সমাবেশ নিয়ে ঠিক সেই সময় খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ভুয়ো পুলিশ সন্দেহে আটক এক।
গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রেই খবর, ওই যুবকের থেকে একটি ভুয়ো পরিচয়পত্র মিলেছে। পাশাপাশি ওই গাড়ির সামনে পুলিশের বোর্ড ঝোলানো রয়েছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে সেই গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে ব্যক্তির নাম শেখ নূর আমিন। গাড়ি থেকে উদ্ধার হয়েছে মাদকও। তৃণমূলের শহীদ সমাবেশের দিনে এই ঘটনা ঘটায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।