বাংলা হান্ট ডেস্কঃ ‘গুন্ডা’ শেখ শাহজাহানের সূত্র ধরে গত জানুয়ারি মাস থেকে সংবাদ শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali) ইস্যু। তারপর একের পর ইস্যু ঘিরে রাজ্য-রাজনীতির হটস্পট সন্দেশখালি। নির্বাচনের মধ্যেই সন্দেশখালির মহিলাদের একের পর এক ভাইরাল ভিডিও নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। প্রথম ভাইরাল ভি়ডিওটি সামনে আনে তৃণমূলেরই (Trinamool Congress) এক নেতা। যেখানে গোটা সন্দেশখালি ঘটনা শুভেন্দু অধিকারীর নির্দেশে ও পরামর্শে হয়েছিল বলে বলতে সোনা যায় স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে।
দুদিন আগেই সন্দেশখালির মহিলাদের একাধিক ভাইরাল ভিডিওতে নতুন করে উত্তাপ ছড়ায়। আর এরই মাঝে সন্দেশখালি থেকে উদ্ধার অস্ত্র। শুক্রবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলিয়াখালিতে পিয়ারাখালি ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা করে তৃণমূল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের সভাস্থলের আশেপাশে তৃণমূলেরই আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল।
দুষ্কৃতীদের আঁচ পেয়েই একজোট হন গ্রামবাসীরা। সকলে মিলে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন। তৎক্ষণাৎ এলাকা থেকে চম্পট দেন দুষ্কৃতীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালি থানার পুলিশ। পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ইতিমধ্যেই সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বহুদিন জেলবন্দি! এরই মাঝে ফের কপাল পুড়ল মানিকের, কী হল প্রাক্তন পর্ষদ সভাপতির?
প্রসঙ্গত, এই প্রথম নয় কিছুদিন আগেও সন্দেশখালি থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্রভান্ডার (Explosion) বন্দুক, গুলি, বোমা থেকে বিস্ফোরক! বোমা সরাতে নামাতে হয় এনএসজি। শেষমেষ রোবট নামিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক বোঝাই। ভোটের মাঝেই CBI-NSG-র যৌথ অভিযানে সন্দেশখালির শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্রভান্ডার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উদ্ধার অস্ত্র।