বাংলা হান্ট ডেস্ক : এবছর রাজধানীতে আর পালিত হল না সেনা দিবস (Army Day)। দেশের ইতিহাসে এই প্রথমবার সেনা দিবসের প্যারেড (Parade) অনুষ্ঠিত হল না দিল্লিতে। প্রত্যেক বছর দিল্লিতে (Delhi) এই প্যারেড হলেও, এবার তা বেঙ্গালুরুতে (Bengaluru) অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। সেখানের এমইজি অ্যান্ড সেন্টারে সেনা দিবস উপলক্ষে প্যারেডের অনুষ্ঠান চলছে। এর আগে প্রতি বছর দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডেই এই কুচকাওয়াজের আয়োজন করা হত।
১৯৪৯ সাল থেকে দেশে সেনা দিবস পালিত হয়ে আসছে। জানা গিয়েছে, এবার ৭৫ তম সেনা দিবসকে বিশেষ করে তুলতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই আয়োজনের জন্যই বদল আনা হয়েছে স্থানেও। দিল্লির বদলে এই প্রথম বেঙ্গালুরুতে আয়োজন করা হল সেনাবাহিনীর বিশেষ প্যারেডের।
সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডের উপস্থিতিতে এই প্যারেড শুরু হয়। তিনি সেনাবাহিনীর বীরত্ব পুরস্কার বা গ্যালান্টারি অ্যাওয়ার্ডও দেন। এরপর সেনা বাহিনীর পক্ষ থেকে নানা কসরত প্রদর্শন করা হয়। মোটরবাইকে স্টান্ট দেখায় সেনাবাহিনীর সার্ভিস কর্পস টর্নেডো। প্যারাট্রুপাররা স্কাইডাইভিং করেন। এছাড়াও ডেয়ারডেভিল জাম্প, সেনাবাহিনীর এভিয়েশন কর্পসের হেলিকপ্টার নিয়ে ফ্লাই পাস্টও প্রদর্শিত হয়।
প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস হিসাবে পালন করা হয়। ১৯৪৯ সালে শেষ ব্রিটিশ কম্যান্ডার ইন চিফ জেনারেল স্যার ফ্রান্সিস রবার্ট রয় বুচারের হাত থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব তুলে নেন স্বাধীন ভারতের প্রথম জেনারেল কেএম কারিয়াপ্পা। তিনিই ভারতের প্রৎম সেনা প্রধান। এই দিনটিকে স্মরণে রাখতেই সেনা দিবস হিসাবে পালন করা হয়।
আজকের সেনা দিবসের অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে দাবি করেন, ‘ভারতীয় সেনা সমস্ত রকম অবস্থার জন্য রয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে সেনা প্রস্তুত।’ অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে, ‘ভারতীয় সেনা আমাদের গর্ব। দেশের আপৎকালীন পরিস্থিতিতে সেনাই আমাদের সুরক্ষা দেয়।’