কুকুরের প্রান বাচাঁতে নিজের প্রান বলিদান দিলেন সেনা জওয়ান

মাঝে মাঝে সম্পর্কের কাছে হার মানে মানবত্বের। ১ মার্চ, কাশ্মীরে পোষা কুকুরের জীবন বাঁচাতে প্রাণ হারান মেজর অঙ্কিত বুধীরাজা।   তিনি তার মাকে একটি বড় উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন, তবে জন্মদিনে মা তার  ভয়ানক উপহার পেলেন। ছেলের মারা যাওয়ার সংবাদ মার কাছে যেতেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

মঙ্গলবার সকাল আটটায় মেজর অঙ্কিতকে সামরিক সম্মানের সাথে বিজুলি মুক্তিধামে তার সৎ কার্য করা হয়েছিল। অঙ্কিত বুধরাজার শেষ কাজে জনপ্রতিনিধি থেকে জেলা প্রশাসনের কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন। মেজর অঙ্কিত তার বাবা বিজয় বুধরাজার সাথে ভিএইচএল থেকে অবসর গ্রহণের সাথে ঝাঁসির প্রেম নগর থানায় অবস্থিত রাজগড় আল্ডিকো কলোনিতে থাকতেন।WhatsApp Image 2020 03 03 at 17.44.15বর্তমানে তিনি স্ত্রী ও দুটি কুকুর নিয়ে কাশ্মীরের গুলমার্গে বসবাস করছিলেন। উত্তর কাশ্মীরের বারমুল্লার গুলমার্গের অফিসার হাটে আগুনে আটকা একটি কুকুরকে উদ্ধার করতে গিয়ে প্রান হারান। অঙ্কিতের বন্ধু অবনীশ জানিয়েছিলেন যে দু-তিন দিন আগে অঙ্কিত জানিয়েছিল যে তার মায়ের জন্মদিন ১ মার্চ। সে তার মাকে একটা বড় উপহার দিতে চায়। তারা এটি পরিকল্পনা করছিল , কিন্তু ভাগ্যের পরিহাস এমনি  যে তা বদলাতে বেশি সময় নেয়নি ।

 


সম্পর্কিত খবর