গুলিবিদ্ধ হয়েও জঙ্গিদের উপর হামলা, নিকেশ হয় দুই সন্ত্রাসী! বীরত্বের নজির গড়ল ভারতীয় সেনার ‘জুম”

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের জঙ্গিদের সাথে লড়াই চলল ভূস্বর্গে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) অনন্তনাগ জেলায় সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে চলা সংঘর্ষের সময়ে সেনাবাহিনীর অ্যাসল্ট ডগ (Army Assault Dog Zoom) “জুম” গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে। সাহসী সৈনিকের মতই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় ওই সারমেয়। আপাতত, সেনাবাহিনীর পশু হাসপাতালে চিকিৎসা চলছে “জুম”-এর। জানা গিয়েছে, তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

প্রাপ্ত খবর অনুযায়ী, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী গত রবিবার অর্থাৎ ৯ অক্টোবর গভীর রাতে দক্ষিণ কাশ্মীরে অবস্থিত অনন্তনাগ জেলার তাংপাওয়া এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে। এমতাবস্থায়, গত সোমবার সকালে জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে ছিল সেখানে সেনাবাহিনী “জুম” নামের ওই প্রশিক্ষিত সারমেয়টিকে পাঠায়। উল্লেখ্য যে, দক্ষিণ কাশ্মীরে সেনার জঙ্গি বিরোধী অভিযানে বহুদিন ধরেই যুক্ত রয়েছে “জুম”।

   

গুলিবিদ্ধ হয়েও “জুম” লড়াই চালিয়ে যায়: এই প্রসঙ্গে সেনা সূত্রে জানা গিয়েছে যে, “শনাক্তকরণের পরে ‘জুম’ জঙ্গিদের উপর হামলা চালায়। আর সেই সময়েই তার গায়ে দু’টি গুলি লাগে”। যদিও, গুলিবিদ্ধ অবস্থাতেই জঙ্গিদের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালিয়ে যায় “জুম”। যার ফলে ওই অভিযানে মোট দু’জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলেও জানা গিয়েছে।

সেনাবাহিনীর চিনার কর্পস একটি আবেগাপ্লুত ভিডিও শেয়ার করেছে: ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস “জুম”-এর একটি আবেগাপ্লুত ভিডিও শেয়ার করে তার দ্রুত আরোগ্য কামনা করেছে। পাশাপাশি, ওই ভিডিওটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। মূলত, ওই ভিডিওতে “জুম”-এর প্রশিক্ষণের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে।

https://twitter.com/ChinarcorpsIA/status/1579409961339478016?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579410005052518400%7Ctwgr%5Eb9ee90b9352ea27a74e95e61a875cb3b6c791e71%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.abplive.com%2Fnews%2Findia%2Fprayers-for-army-assault-dog-zoom-who-receives-2-gunshots-while-attacking-terrorists-2235064

পাশাপাশি, ওই ভিডিওটিতে, “জুম”-কে উচ্চ প্রশিক্ষিত, হিংস্র এবং প্রতিশ্রুতিবদ্ধ হিসেবেও বর্ণনা করা হয়েছে। মূলত, বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির ওই সারমেয়র জঙ্গিদের আশ্রয়স্থল চিহ্নিত করে তাদের ওপর আক্রমণের বিষয়ে অভিজ্ঞতাও ছিল। এমতাবস্থায়, এই সংবাদ পেয়েই গুরুতর আহত “জুম”-এর দ্রুত সুস্থতা কামনা করছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর