মানবিক! ভারতীয় জওয়ানদের উপর হামলার চেষ্টা করা জঙ্গিকেই রক্ত দিয়ে বাঁচাল সেনা

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সীমান্তবর্তী পোস্টে গত ২১ আগস্ট হামলা চালানোর চেষ্টা করে কিছু পাক জঙ্গি। ভারতীয় সেনাবাহিনী অবশ্য তাদের সেই ছক বানচাল করে দেয়। এই ঘটনায় পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের কোটলি জেলার স্যাবজকোট গ্রামের তাবারক হুসেন (৩২) নামক এক জঙ্গি ধরা পড়ে জওয়ানদের হাতে। সেই সময় তার অবস্থা ছিল রক্তাক্ত। শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছিল। ভারতীয় সেনার উপর হামলার চেষ্টা করা সেই জঙ্গিকেই এবার তিন বোতল রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন ভারতীয় জওয়ানরা।

ব্রিগেডিয়ার কপিল রানা বলেছেন,নৌসেরার ঝাঙ্গার সেক্টরে টহলরত সেনারা গত রবিবার নিয়ন্ত্রণ রেখায় কিছু জঙ্গি দেখতে পান। জঙ্গিরা কাঁটা তার কেটে এপারে আসার চেষ্টা করতে থাকে। অনুপ্রবেশকারী জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনা। সেই গুলিতে আহত হয় তাবারক। তার পিছনে থাকা দুই জঙ্গি অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।

রাজৌরিতে সেনা হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার রাজীব নায়ের জানিয়েছেন,”ধৃত জঙ্গির দুই কুঁচকি ও দুই হাতে গুলি লেগেছিল। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কা জনক ছিল। জঙ্গিটির ব্লাড গ্রুপও বিরল। অবশেষে ভারতীয় সেনারা রক্ত দিয়ে এই জঙ্গিটির প্রাণ বাঁচিয়েছে।”

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ওই জঙ্গি জানিয়েছে,”ইউনুস চৌধুরী নামে এক পাকিস্তানি গোয়েন্দা তাকে পাঠিয়েছে। ভারতীয় পোস্টে হামলা চালানোর জন্য তাকে ৩০ হাজার পাকিস্তানি টাকাও দেওয়া হয়েছে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর