বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতা বৃদ্ধিতে চিন্তিত ভারত! অবশেষে মুখ খুললেন সেনা প্রধান

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত বছরের অগাস্ট মাসের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছিল ভারত (India) সহ গোটা বিশ্বের কাছে। দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী ভারতকে ‘শত্রু’ বানিয়ে পাকিস্তানের সঙ্গে ‘বন্ধুত্ব’ স্থাপন করে বাংলাদেশ। পাকিস্তান এবং বাংলাদেশের এই ‘ঘনিষ্ঠতা’ নিয়ে একাধিক বার বিপদের আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় কূটনীতিকরা। এর মধ্যে আবার খবর আসে, ঢাকায় পা রেখেছেন পাক গুপ্তচর বিভাগ আইএসআই এর প্রথম সারির চার সদস্য। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় (India) সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী।

বাংলাদেশের সঙ্গে পাক বন্ধুত্বে চিন্তায় ভারত (India)

গত জানুয়ারি মাসে খবর মেলে, ভারত (India) বাংলাদেশ সীমান্তের ‘চিকেনস নেক’ এলাকার কাছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় পরিদর্শন করতে যান আইএসআই এর সদস্যরা। পাক গুপ্তচর বিভাগের ডিরেক্টর মেজর জেনারেল শহিদ আমির আফসরও বাংলাদেশ সফর করেছেন বলে জানা গিয়েছিল। বিষয়টি নিয়ে ভারতের (India) উদ্বেগের ব্যাপারে এবার মুখ খুললেন ভারতের সেনা প্রধান।

Army staff chief of India army opened up about Bangladesh Pakistan

কী বললেন জেনারেল দ্বিবেদী: এএনআই এর সঙ্গে সাক্ষাৎকারে ভারতের (India) সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, “একটি দেশের জন্য আমি একটি শব্দ ব্যবহার করেছিলাম, ‘সন্ত্রাসের এপিসেন্টার’। এবার সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন, আর সেই দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয়, তাহলে আমার মনে হচ্ছে, উদ্বেগে থাকারই কথা। যাতে তারা সেদেশের মাটি ব্যবহার করে ভারতে (India) সন্ত্রাসবাদী না পাঠায় সেটা নিয়েই ভাবনা।”

আরো পড়ুন : মোদীর জন্যই “মুমকিন” হল! ভারতে শোরুম খোলার উদ্যোগ Tesla-র! পছন্দের শীর্ষে এই দুই শহর

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক: মনে করা হচ্ছে, প্রতিবেশী দেশ বলতে ভারতের (India) সেনা প্রধান এখানে বাংলাদেশের কথাই বলতে চেয়েছেন। আর কটাক্ষটা যে পাকিস্তানের উদ্দেশে ছিল তেমনটাই মনে করছেন অনেকে। বাংলাদেশের ব্যাপারে জেনারেল দ্বিবেদী বলেন, “ওখানে যে সেট আপ রয়েছে তা প্রশাসনিক, নির্বাচিত সরকার আসলে তবে সম্পর্কের বিষয়ে বলা যাবে”।

আরো পড়ুন : নিজের জালেই আরও জড়িয়ে পড়ছেন ইউনূস! বাংলাদেশে ফের প্রত্যাবর্তন ঘটবে হাসিনার?

যদিও জেনারেল দ্বিবেদীর মতে, বাংলাদেশের সেনার সঙ্গে ভারতীয় সেনার সম্পর্ক যথেষ্ট মজবুত। তবে পাকিস্তান শুধুমাত্র কাশ্মীর ইস্যুতেই থেমে নেই। ভারত বিরোধিতায় সরব তারা। কাশ্মীর নিয়ে তারা সব পয়েন্টে ‘হাইপ’ করে যাবে বলেও মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X