বিচ্ছেদ ভুলে পুনর্মিলন, পাহাড় থেকে ফিরতেই নতুন সদস্য আসার সুখবর দিলেন অর্ণব-ঈপ্সিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতে বিচ্ছেদের কানাঘুঁষো লেগেই থাকে সবসময়। তাই টেলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়ের (Ipshita Mukherjee) মধ্যে ভাঙনের খবরে মন খারাপ হয়ে গিয়েছিল অনেকেরই। সদ্য আইনি বিয়ে করা জুটির বিচ্ছেদের গুঞ্জন মন ভার করে দিয়েছিল অনুরাগীদের। তবে সেসব এখন অতীত। দুজনের মিলনের পর নতুন সদস্যও এসে গিয়েছে তাঁদের পরিবারে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী অর্ণব এবং ঈপ্সিতা। সিরিয়াল থেকে বড়পর্দাতেও ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী। অভিনয় জগতে অর্ণবের সিনিয়র তিনি। ‘আলো ছায়া’ সিরিয়ালে একসঙ্গে কাজ করতে করতেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। অনস্ক্রিন দেওর বৌদি থেকে হয়ে ওঠেন বাস্তবের স্বামী স্ত্রী।

arnab ipshita

বেশ কিছুদিন প্রেম করার পর গত বছরের শুরুতেই আইনি বিয়ে সেরে রেখেছিলেন অর্ণব ঈপ্সিতা। সবটাই ঠিকঠাক চলছিল। হঠাৎই কাটে তাল। গুঞ্জন ছড়ায়, অর্ণব নাকি নিজের সহ অভিনেত্রীর প্রেমে পড়েছেন। দূরত্ব বাড়তে থাকে স্বামী স্ত্রীর মধ্যে। এমনকি এও শোনা গিয়েছিল, সামাজিক ভাবে বিয়ের আগেই নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা।

সৌভাগ্যক্রমে তেমন কিছু হয়নি। নিজেরাই দূরত্ব মিটিয়ে কাছাকাছি এসেছেন। পাহাড় ফেরায়নি অর্ণব ঈপ্সিতাকে। সুখের সংসার আবার জোড়া লেগেছে তাঁদের। এবার সদস্যও বাড়ল পরিবারে। ছবি শেয়ার করে সুখবর দিয়েছেন অর্ণব ঈপ্সিতা।

এই নতুন সদস্য একজন চারপেয়ে। এক পার্শিয়ান বিড়াল এনেছেন অর্ণব ঈপ্সিতা। নাম রেখেছেন চমচম। দুজনের মাঝে বসে সাদা ধবধবে ছোট্ট বিড়াল ছানাটি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চমচম, পরিবারের নতুন সদস্য’। সঙ্গে আলো ছায়া সিরিয়ালের সহ অভিনেত্রী দীপশ্বেতাকেও ধন্যবাদ জানিয়েছেন ঈপ্সিতা।

X