বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগেই রিপাবলিক টিভির এডিটর-ইন চিফ অর্ণব গোস্বামীকে (arnab goswami) নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। এবার আবারও সেই অর্ণব গোস্বামীকে নিয়েই আবারও সরগরম গুগল। সমীক্ষা বলছে, ২০২০ সালে সবথেকে বেশিবার গুগল সার্চের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অর্ণব গোস্বামী।
গ্রেফতার হয়েছিলেন অর্ণব গোস্বামী
চলতি বছর শেষের দিকে প্রায় প্রায় ২ বছরের পুরনো ঘটনার জন্য অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছিল মহারাষ্ট্র পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছিল সর্বস্তরের মানুষেরা। বিনোদন জগত থেকে শুরু করে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছিল, অর্ণব গোস্বামীর গ্রেফতারীর কারণে।
মুক্তি পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন আইনজীবীকে
অবশেষে মুক্তি পেয়ে অর্ণব গোস্বামী আইনজীবী হরিশ সালভের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর লাইভ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘প্রবীণ আইনজীবী হরিশ সালভে আমার পক্ষ নিয়ে আদালতে তাঁর মূল্যবান সময় দিলেও নিউজ নেটওয়ার্কের থেকে তিনি একটি টাকাও নেননি এই কেসের কারণে। তাই তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি’।
[News Alert] Republic TV's #ArnabGowswami 2nd to Joe Biden in Google's 'Most Searched Personalities' of 2020 in India.
Others in the top 10 list are: Kanika Kapoor, Kim Jong-un, Amitabh Bachchan, Rashid Khan, Rhea Chakraborty, Kamala Harris, Ankita Lokhande & Kangana Ranaut. pic.twitter.com/yt6TVKeBLc
— Asianet Newsable (@AsianetNewsEN) December 10, 2020
গুগল সার্চে দ্বিতীয় স্থানে অর্ণব গোস্বামী
বর্তমান সময়ে গুগল এক সমীক্ষা করে। চলতি বছরে গুগলে সর্বাধিক সার্চ করা ব্যক্তিদের এক তালিকাও প্রকাশ করে। সেখানে সর্বপ্রথম নাম রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি জো বিডেনের এবং দ্বিতীয় স্থানেই রয়েছেন রিপাবলিক টিভির এডিটর-ইন চিফ অর্ণব গোস্বামী।
গুগল সার্চের এই তালিকায় প্রথম ১০-এর মধ্যে বাকিরা হলেন- কনিকা কাপুর, কিম জং উন, অমিতাভ বচ্চন, রশিদ খান, রিয়া চক্রবর্তী, কমলা হ্যারিস, অঙ্কিতা লোখান্ডে এবং কঙ্গনা রানাওয়াত।