পুলিশ কাস্টোডিতে মোবাইল ব্যাবহার করছিলেন অর্নব গোস্বামী, তাই জেলে পাঠান হয়েছে: দাবি পুলিশের

রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্নব গোস্বামীকে রবিবার রায়গড় জেলার তেলোজা জেলে শিফট করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে অর্নব গোস্বামীর অনুগামীরা মহারাষ্ট্র সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেছে। পুলিশের দাবি, অর্নব গোস্বামী হেফাজতে থাকাকালীন মোবাইল ফোন ব্যাবহার করছিলেন। এই কারণে অর্নব গোস্বামীকে জেলে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, তারা ৪ নভেম্বর অর্ণবের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়েছিল। তবে অর্নব গোস্বামী অন্য কারোর মোবাইল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটিভ ছিলেন বলে পুলিশ কর্তৃপক্ষ দাবি করেছে।

অর্নব গোস্বামীকে তেলোজা জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান থেকে তিনি বলেন যে তাকে আলিবাগ জেলে পুলিশ মারধর করেছে। অর্নব গোস্বামী অভিযোগ তুলেছেন যে উনাকে উকিলের সাথে পর্যন্ত কথা বলতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে অর্নব গোস্বামীর অনুগামীরা কেন্দ্র সরকার ও বিজেপির উপরে আক্রোশ প্ৰকাশ করেছে।

দাবি, কেন্দ্র সরকার অর্ণব গোস্বামীর ইস্যুতে হস্তক্ষেপ করুক। প্রাক্তন বিজেপি সাংসদ কিরিট সোমাইয়া বলেছেন যে তিনি তেলোজা জেলের জেলারের সাথে কথা বলেছেন এবং অর্নব গোস্বামীকে যেন অত্যাচার না করা হয় তা লক্ষ রাখার অস্বাসন দিয়েছেন।


সম্পর্কিত খবর