বাংলা Hunt : দিল্লির মসনদে দ্বিতীয়বার নরেন্দ্র মোদি কে সামনে রেখে ক্ষমতার মসনদে বসলো এনডিএ জোট এবং ৩০৩টি আসুন কে বিজেপি নিজেই সংখ্যাগরিষ্ঠতা পেল। সেই পরিপ্রেক্ষিতে বিজেপি যে ২০১৯ শ্লোগানকে মাথায় রেখে ক্ষমতায় এসেছিল। “আরো একবার মোদি সরকার” তার পাল্টা ফল ও পেয়েছে বিজেপি।
সেই পরিপ্রেক্ষিতে সামনে২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সেখানে কি তৃনমূল “আরো একবার মমতা সরকার” এই শ্লোগান ব্যবহার করা হবে সূত্রে জানা গেছে। মমতা ব্যানার্জি কে সামনে রেখেই আগামী রণকৌশল ঠিক করছে তৃণমূল। তারাও মমতা ব্যানার্জি কে প্রাধান্য দিয়ে ২০২১এর বৈতরণী পার করার চেষ্টা করছে, কারণ সাম্প্রতিক যেভাবে রাজ্যে বিজেপি বাড়ছে তাতে কিছুটা হলেও চাপের মুখে পড়তে পারে তৃণমূল। তাই তারা দু’বছর আগে থেকে একুশের মসনদে বসার পরিকল্পনা শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।
মমতা ব্যানার্জির সামনে রেখে আগামী দিন ভোটে লড়বেন তা এক প্রকার নিশ্চিত
সিনিয়র নেতাদের তুমুল ঝগড়া! মাথা ব্যথাই নেই মমতা-অভিষেকের, নেপথ্যের কারণ জানেন?