বিয়ের পরেই অভিনয় ছেড়েছিলেন প্রসেনজিৎকে মানসিক সাপোর্ট দিতে, পরে ভুল বুঝতে পারেন অর্পিতা

বাংলাহান্ট ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee), নামটার আর আলাদা করে কোনো পরিচিতি লাগে না। তিনিই ইন্ডাস্ট্রি, অভিভাবক স্বরূপ। কিন্তু তাঁর স্ত্রী অর্পিতা (Arpita Chatterjee)? পেশায় তিনিও অভিনেত্রী। বেশ জনপ্রিয়ও বটে। কিন্তু তা সত্ত্বেও অনেক সময়েই তাঁর পরিচয় দেওয়া হয় প্রসেনজিৎ জায়া হিসাবে। চট্টোপাধ‍্যায় পদবীটার ভারে কি অর্পিতা নামটা হারিয়ে যেতে বসেছে?

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি নিজের কেরিয়ারটা তিন ভাগে ভাগ করেন। মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু। একটি সৌন্দর্যের প্রতিযোগিতা জিতে বড়পর্দায় পা রাখেন অর্পিতা। তখন তিনি পাল। বিয়ের দু বছর পরেই মা হন তিনি।

jpg 53

অর্পিতা জানান, উচ্চাকাঙ্খী তিনি কোনোদিনই ছিলেন না। ফলতঃ মা হওয়ার পরেই অভিনয় থেকে সরে আসেন। যেখানে অনেকে ভেবেছিলেন, তিনি বিয়েটাকে কেরিয়ারের উন্নতির কাজে লাগাবেন সেখানে তিনি কেরিয়ারকেই বিদায় জানান। প্রসেনজিৎ যাতে মানসিক ভাবে স্থিতিশীল থাকতে পারেন সেটাই তখন মূল চিন্তা হয়ে ওঠে অর্পিতার।

বিয়ের পরেই এক ধাক্কায় যেন বয়স বেড়ে যায় তাঁর। অনেক বছর পর চোখ খোলে অর্পিতার। তাঁৎ কথায়, এটাও একটা ধাপ যেখানে তিনি আবারো অভিনয়ে ফেরেন। আর এই ধাপেই মূলত কারোর স্ত্রী বা কারোর মা ছাড়াও স্বতন্ত্র একটা পরিচয় হয় অভিনেত্রীর।

টলিউডে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন অর্পিতা। বিয়ের পর অনেক প্রোজেক্টই ছেড়ে দিয়েছিলেন তিনি‌। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছায় অভিনয় থেকে সরে এসেছিলেন তিনি। এখন যেমন আবার জোর কদমে শুরু করেছেন অভিনয়। সঙ্গে সামলাচ্ছেন সংসারও। নতুন ‘জাগরণ’ হয়েছে অর্পিতার।

Niranjana Nag

সম্পর্কিত খবর