বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এবার আদালতের দ্বারস্থ সেই অর্পিতা মুখোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়ে বিশেষ ইডি আদালতে আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
আদালতের দ্বারস্থ অর্পিতা-Arpita Mukherjee
আদালত সূত্রে খবর, অর্পিতার বাবা মা দু’জনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। আগেই অর্পিতার বাবা মারা গিয়েছেন। সম্প্রতি অর্পিতার মাও মারা গিয়েছেন। নিয়ম অনুযায়ী তাঁদের পেনশনের টাকা অর্পিতা মুখোপাধ্যায় পাবেন। সেই টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন। তবে এখানেই বিপত্তি।
অর্পিতা পারিবারিক পেনশনের জন্য আবেদন করলে কেন্দ্রীয় সরকারের তরফে তাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য নির্দেশ দিয়েছে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতার সব ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি বাজেয়াপ্ত করেছে। ইডির তরফে যাতে কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুক্ত করা হয় সেই আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: ED-র পর CBI! কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু! জেলমুক্তি কবে?
একইসাথে অর্পিতার পারিবারিক একটি সম্পত্তি রয়েছে। আদালতে অর্পিতার আইনজীবী জানান, ইডি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেনি। কিন্তু ওখানে চুরি হচ্ছে। অর্পিতার অভিযোগ শুনে চুরির বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করার নির্দেশও দেন বিচারক।পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বিষয়ে অর্পিতা যাতে ইডির তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলেন সেই নির্দেশ দেয় আদালত।