‘বাড়িতে টাকা এল কোথা থেকে?’ পার্থ ঘনিষ্ঠ অর্পিতার প্রশ্নের মুখে ইডি, চ্যালেঞ্জ মানিকেরও

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দু’বছরের বেশি সময় ধরে রাজ্যের নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) মামলায় সরবরাম গোটা বাংলা। এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিলেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকেই গত দু’বছরের বেশি সময় ধরে জেলবন্দী পার্থ। এই মামলায় পার্থ ঘনিষ্ঠ  অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি।

ইডির মামলায় (Primary Recruitment Scam) অব্যহতি চেয়ে আদালতে প্রশ্ন অর্পিতার

ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের সহ মোট ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতার বিচার ভবনে। তাদের মধ্যে মোট ১১ জন ইডির মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আদালতে। যার মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।

ইডির মামলায় অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করার পর মামলা (Primary Recruitment Scam) চলাকালীন এদিন অর্পিতার আইনজীবী অভীক ঘটক আদালতে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন তার মক্কেলের বাড়ি থেকে পাওয়া ওই টাকা কোথা থেকে এসেছিল? আদালতে দাঁড়িয়ে অর্পিতার আইনজীবী প্রশ্ন করেন আমার মক্কেলের বাড়ি থেকে পাওয়া টাকা কে এনেছিল? তদন্তে দেখানো হয়নি ওই নগদ টাকা কোথা থেকে এসেছিল?

এদিন অর্পিতার আইনজীবী আদালতে বলেন তার মক্কেল এফ আই আর-এ অভিযুক্ত নন। তার মক্কেলের বিরুদ্ধে সিবিআইও চূড়ান্তভাবে কিছু জানাতে পারিনি। অর্পিতার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি বলেও দাবি করেছেন তিনি। এদিন অর্পিতার আইনজীবী বলেছেন ‘আমার মক্কেলের সঙ্গে এক নম্বর অভিযুক্তের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।’

সেইসাথে তিনি বলেছেন, ‘বলা হয় আমার মক্কেল নাকি ওর কথায় সব স্বাক্ষর করতেন। তবে আমার মক্কেলের কোন আয়ের উৎস নেই, বলে যে দাবি করা হয়েছে তা ঠিক নয়।  উনি একজন অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। উনি  ইচ্ছে এন্টারটেইনমেন্টের ডিরেক্টর। ওই কোম্পানি বিভিন্ন ইভেন্ট করেছে। আমার মক্কেলের আয়ের নথিও জমা করা হয়েছিল।’

আরও পড়ুন: মাত্র ১ টাকায় হোটেল পাচ্ছেন এ রাজ্যের বিধায়করা! ঠিক কি হচ্ছে? জানুন নেপথ্য কারণ

এছাড়াও ইডিকে অর্পিতার আইনজীবীর তরফে প্রশ্ন করা হয়েছে, ‘আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ থাকলে সে ক্ষেত্রে গভীর অপরাধ হতে হবে। ইডির  আইনজীবীরা বলছেন, কিছু খাম এবং এক নম্বর অভিযুক্তের নামে কিছু নগদ আমার মক্কেলের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল। সেটা কে আনল? আমার প্রশ্ন। তদন্তে দেখানো হয়নি, ওই টাকা কোথা থেকে এল?’

arpita mukherjee

অন্যদিকে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যও (Manik Bhattcharya) এদিন ইডিকে চ্যালেঞ্জ ছুড়ে এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। আদালতে আজ তিনি নিজেই নিজের হয়ে সওয়াল করেছেন। এদিন আদালতে দাঁড়িয়ে ইডিকে চ্যালেঞ্জ করে তিনি বলেছেন, চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে, এ রকম এক জন চাকরিপ্রার্থীকেও ইডি ধরে আনতে পারলে, তিনি আবার জেলে যেতে প্রস্তুত।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর