কোটি কোটি টাকা, কিলো হিসেবে সোনা! এত কিছু সত্ত্বেও জেলে অলংকারহীন পার্থর ‘সখি’ অর্পিতা

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে বঙ্গে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) রমরমা। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী সহ বহুজনা। যতই দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে অভিযুক্তদের তালিকা। ২২ এর জুলাই মাসে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু হয় ফিতে কাটা। প্রায় একবছর পরেও লাগাম পড়েনি তাতে। গত বছর পার্থবাবুর পরই দুর্নীতির দায়ে জেলে যান তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। বর্তমানে জেলেই বন্দি তিনি। ‘কোটিপতি’ অর্পিতার এখনের রূপ দেখতে চেনা দায়।

মডেল ওরফে অভিনেত্রী অর্পিতার হাতে নেই কোনও বালা। গলায় নেই কোনও চেন। কানও ফাঁকা, আঙুলে নেই আংটি। জেলের ভিতর এককথায় অলংকারহীন গ্ল্যামার গার্ল অর্পিতা। গত বছর যখন তাকে নিয়োগ দুর্নীতির অভিযোগে আলিপুর মহিলা জেলে নিয়ে যাওয়া হয়, তখন তিনি হাত, কান গলা ফাঁকা নিয়েই গিয়েছিলেন। অন্যদিকে, দুদিন আগে তার বন্ধু জেলবন্দি পার্থ চট্টোপাধ‌্যায়ের আঙুলে আংটি নিয়ে তোলপাড় হয় আদালত চত্বর।

কী করে জেলের বন্দির হাতে অলংকার সেই নিয়ে আদালতে প্রশ্ন তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে আবার আরেক কীর্তি। পার্থর আংটি নিয়ে আদালতে প্রশ্ন তুলতেই জেলে চেন, আংটির মতো গয়না জমা দেওয়ার হিড়িক। সূত্রের খবর, এখনও পর্যন্ত কলকাতার প্রেসিডেন্সি জেল ও আলিপুর মহিলা জেল মিলিয়ে কয়েক হাজার গয়না জমা পড়েছে।

তবে গয়না জমা দিতে হয়েছে বাধ্য হয়ে। আর যে কোনো উপায় নেই। ইডির চাপে পরে গয়না জমা দেওয়ার পর কারারক্ষীদের কাছে বন্দিদের প্রশ্ন, একসঙ্গে এত চেন, আংটি, বালা জমা পড়ছে। জিনিসগুলি সব মিশে যাবেনা তো? জেল থেকে ছাড়া পাওয়ার সময় যাতে তারা ফের নিজের জিনিস হাতে পায় সেই অনুরোধ করেছেন বন্দিরা।

আদালতে পার্থর গয়না নিয়ে প্রশ্ন ওঠার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী অবশ্য জানিয়েছিলেন, তার আঙুলে থাকা একাধিক আংটি তিনি স্বাস্থ্যের কারণে ‘ধারণ’ করেছেন। সেগুলি কোনও মূল‌্যবান ধাতু দিয়েও তৈরি নয়। তবে ইডি আদালতে জানায় জেল কোড অনুযায়ী কোনো বন্দি অলংকার পরিধান করতে পারে না।

Arpita partha

পার্থর হাতে থাকা একাধিক আংটি তার প্রভাবশালী হওয়ার পরিচয় দেয় বলেও দাবি করেছিল তদন্তকারী সংস্থা। তবে পার্থকে নিয়ে এত কথা হলেও তার বান্ধবী অর্পিতা একেবারেই লক্ষী মেয়ে। জেলের নিয়ম মেনে কোনো অলংকারই গায়ে ঝুলিয়ে রাখতে দেখা যায়নি তাকে। আর তাই জমা দেওয়ারও প্রশ্ন ওঠেনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর