বাংলাহান্ট ডেস্ক: অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), বিগত কয়েক মাসে এই নামটার সঙ্গে খুব ভালভাবেই পরিচয় হয়ে গিয়েছে বঙ্গবাসীর। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা, গয়না উদ্ধার হওয়ার পর থেকেই লাইমলাইটে অর্পিতা, যে লাইমলাইটে অভিনয় জীবনেও কোনোদিন পাননি তিনি।
অর্পিতা গ্রেফতার হওয়ার পরেই প্রকাশ্যে আসে যে তিনি একজন অভিনেত্রী। প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজও করেছেন টলিউডে। পাশাপাশি তিনি ছিলেন নাকতলা দূর্গাপুজোর ‘মুখ’, যে পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নামেই পরিচিত ছিল। ‘ক্যাশ কুইন’ তকমাপ্রাপ্ত অর্পিতা সেই থেকে জেলেই রয়েছেন।
নাকতলা ছাড়াও আরো একটি পুজোর সঙ্গে যুক্ত ছিলেন অর্পিতা। তাঁর নিজের বাড়ির পুজো। বেলঘরিয়ায় অর্পিতার বাড়ির জমিতে হয় দেওয়ান পাড়া সর্বজনীন দূর্গোৎসব কমিটির পুজো। এবার ৭৫ বছরে পা দেবে এই পুজো। পাড়ার বাসিন্দারা সকলেই এই পুজোর সঙ্গে যুক্ত। বাড়ির মেয়ে অভিনেত্রী হলেও নাকি কখনো কোনো রকম তারকাসুলভ হাবভাব দেখাননি বলেই পুজো কমিটির এক উদ্যোক্তা।
এ বছরটা খুব স্পেশ্যাল ছিল অর্পিতার কাছে। ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে নিজেই নাকি উদ্যোক্তাদের ফোন করেছিলেন তিনি। কথা দিয়েছিলেন, টলিউডের কোনো নামী তারকাকে আনবেন। অর্পিতা ভাবতেও পারেননি আর কয়েকদিন পরে তাঁকে নিজেই জেলে যেতে হবে।
পাড়ায় অর্পিতার ভাবমূর্তি ছিল অন্যরকম। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি নিজের বাবার সূত্রেই আলাপ বলে জানিয়েছিলেন অর্পিতা। মন্ত্রীকে নিজের ‘মামা’ বলে পরিচয় দিতেন বলে দাবি স্থানীয়দের। টলিউডে অভিনয় করেন অর্পিতা, একথা জানতেন সকলেই। তাই বৈভব নিয়েও কখনো কেউ সন্দেহ প্রকাশ করেননি। সেই অর্পিতার ফ্ল্যাট থেকেই ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় কার্যত আকাশ থেকে পড়েছেন পাড়ার বাসিন্দারা।
গত জুলাই মাসে গ্রেফতার হয়েছেন অর্পিতা। ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে আস্তানা এখন সংশোধনাগার। প্রত্যেক বছরের মতো এ বছরেও বেলঘরিয়ায় তাঁর পাড়ায় পুজো হবে। তবে অর্পিতা সম্ভবত থাকতে পারবেন না সেখানে।