বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যে নিয়োগ দূর্নীতির তদন্তে নেমে পার্থ ঘনিষ্ট অর্পিতার দুটি আবাসন থেকে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার করেছে ইডি।এমনকি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করে চলেছে ইডি।এরই মধ্যে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় এবার তদন্তে নামার ইঙ্গিত মিলেছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্সের তরফে।
অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়া আবাসনে কোটি কোটি সাজানো টাকার হদিশ মিলেছে। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ ইডির। এখন প্রশ্ন উঠছে, অর্পিতার কাছে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল কোথা থেকে এল ? এই টাকার সঙ্গে কে বা কারা জড়িত আছে?সেসব প্রশ্নেরই উত্তর পেতে পার্থ ও অর্পিতাকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে তদন্তকারীদের তরফে। আর এর মধ্যেই আরও দুই কেন্দ্রীয় এজেন্সি আবার তদন্তে ঢুকতে পারে।
এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা আলাদা করেই প্রশ্ন করতে শুরু করেছেন তদন্তকারীরা। এরপর উদ্ধার হাওয়া এই বিপুল অর্থ-গয়না ও সম্পত্তি উদ্ধারের তদন্তে নামতে পারে আরও দুই কেন্দ্রীয় এজেন্সি Directorate of Revenue Intelligence বা DRI এবং ইনকাম ট্যাক্স বা আয়কর বিভাগ।এছাড়াও আয়কর বিভাগের তরফে অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের এত সম্পত্তি মেলায় তথ্য সংগ্রহ শুরু করেছে আয়কর বিভাগও।পাশাপাশি আয়কর বিভাগ সূত্রে জানানো হয়েছে, কোন কোন সম্পত্তি কেনার জন্য পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের প্যান কার্ডের নম্বর ব্যবহার করা হয়েছে, তারও একটি তালিকা তৈরি করা হচ্ছে।