পার্থ ‘খুব’ চাইলেও অর্পিতাকে চাননি জ্যোতিপ্রিয়! অবশেষে ভেতরকার খবর ফাঁস করলেন বালু ঘনিষ্ঠ

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) তোলপাড় রাজ্য। সম্প্রতি এই মামলায় কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালুকে গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorates)। জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর থেকেই ইডির হাতে বিস্ফোরক সব তথ্য।

ওদিকে বালু গ্রেফতারির পর থেকে ফের উঠে আসছে পার্থ-অর্পিতা (Partha Chatterjee-Arpita Mukherjee) প্রসঙ্গ। জানা গিয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমান প্রযোজিত একটি সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, এবার সামনে উঠে আসছে আরও বহু তথ্য।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত মডেল অভিনেত্রী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে রাজনীতির ময়দানেও আনতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বালুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলায় একটি পুরসভা থেকে অর্পিতাকে প্রার্থী করার জন্য বিরাট চেষ্টা করেন পার্থ। তবে তৃণমূলের প্রাক্তন মুখ্যসচিবের প্ল্যান ভেস্তে দেন জ্যোতিপ্রিয়।

আরও পড়ুন: জিতে গেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! সুপ্রিম কোর্টের নির্দেশে ঘুম উড়ল পর্যদ সভাপতির

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পুরভোটে কামারহাটি পুরসভার একটি ওয়ার্ড থেকে ‘বান্ধবী’ অর্পিতাকে প্রার্থী করতে চেয়ে দলকে জানিয়েছিলেন পার্থ। অর্পিতাও টিকিট পেতে কোমর বেঁধে ময়দানে নামে। কামারহাটি পুরসভা এলাকার ভোটারও হয়েছিলেন অর্পিতা। তবে সেই পরিকল্পনায় জল ঢেলে দেন জ্যোতিপ্রিয়।

 jyotipriya jail

জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সেই সময় মন্ত্রী জানতে পারেন কামারহাটি এলাকার ভোটার হলেও অর্পিতা সেখানে থাকেন না। পাশাপাশি ‘বহিরাগত’ অর্পিতাকে নিয়ে দলের স্থানীয় স্তরেও ক্ষোভ সৃষ্টি হয় বলে শীর্ষ নেতৃত্বের কাছে পার্থের বান্ধবীকে প্রার্থী না করার পরামর্শ দেন জ্যোতিপ্রিয়। পরে প্রার্থী তালিকা সামনে আসলে দেখা যায় অর্পিতাকে টিকিট দেওয়া হয়নি। জ্যোতিপ্রিয়র কথায় মান্যতা দিয়েই সেই বার প্রার্থী টিকিট অর্পিতার হাতছাড়া হয় বলে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর