বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কলেজ পড়ুয়া সহ তিন

Published On:

বাবলু প্রামাণিক, বারুইপুর:লোকসভা ভোটের পর গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার ফুলতলা থেকে তিন কলেজ পড়ুয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।ধৃতদের কাছে থেকে উদ্ধার দুটি সেভেন এম এম পিস্তল ছটি কার্তুজ তিনটি মোবাইল ও একটি বাইক ।

ছিনতাইয়ের উদ্যেশে বারুইপুরের ফুলতলা এলাকায় আসে তিনজন বারুইপুর পুলিশ জেলা

স্পেশাল অপারেশন গ্রুপ ও বারুইপুর থানা যৌথ উদ্যোগে তাদের কে হাতেনাতে গ্রেফতার করে ।

সম্পর্কিত খবর

X