বাংলায় ধৃত দুই মুসলিম পাচারকারী, সাফল্য কলকাতা পুলিশের

বাংলাহান্ট-কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে খবর টা।

প্রায় ৬০ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স, গ্রেপ্তার ২ মাদক পাচারকারীও

নিশ্চিত খবর এসেছিল সোর্স মারফত। সেইমতো আজ সকালে তপসিয়া রোড (সাউথ)-এ অপেক্ষা করছিল স্পেশাল টাস্ক ফোর্সের টিম ।FB IMG 1565444766930

সকাল ৭.৪০ নাগাদ একটি মাহিন্দ্রা এক্সইউভি ৫০০ গাড়িকে দেখা যায় রাস্তায়। সোর্স ইশারা করতেই সেই গাড়িকে আটকান অ্যান্টি এফআইসিএন টিমের অফিসারেরা। শুরু হয় তল্লাশি। গাড়ি থেকে উদ্ধার হয় ৭০ প্যাকেট অ্যামফেটামাইনস গোত্রের ড্রাগ, বাজারচলতি নাম ‘ইয়াবা’। প্রায় দেড় লক্ষের কাছাকাছি ট্যাবলেট, মোট ওজন ১৬ কেজির কাছাকাছি। সব মিলিয়ে ৫৫-৬০ লক্ষ টাকার মাদক। গাড়িটির পিছনের সিটের নিচে থাকা একটি ব্যাগে নিষিদ্ধ মাদক দ্রব্য লুকানো ছিল।FB IMG 1565444769603

সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় গাড়ির ২ সওয়ারিকে। ফারুক আহমেদ এবং মুসাদ্দিক আলি, দু’জনেই অসমের কামরূপের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই তারা নিষিদ্ধ মাদকের কারবার চালাচ্ছিল কলকাতায়। এতদিনে ধরা পড়ল।

ধৃত ফারুক আহমেদ এবং মুসাদ্দিক আলির ছবি। উদ্ধার হওয়া মাদক।

Udayan Biswas

সম্পর্কিত খবর