নেহেরু পরিবারকে নিয়ে আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, আটক হলেন অভিনেত্রী পায়েল

বাংলা হান্ট ডেস্ক :  আবারও সংবাদের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী পায়েল রোহতগি।গত বছর অক্টোবর মাসে নেহরু পরিবারের বিরুদ্ধে অভিনেত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্টের অভিযোগ উঠেছিল। অভিযোগ মতিলাল নেহেরুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন অভিনেত্রী পায়েল আর তার পর তাকে গ্রেফতার করা হয়। আহমেদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ সোমবার ঘুম দিতে নিয়ে আসবেন।

https://twitter.com/Payal_Rohatgi/status/1206074851276083200

জানা গিয়েছে শুধুমাত্র মতিলাল নেই রবি নন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে,জওহরলাল নেহেরু এবং তাঁর স্ত্রী কমলা নেহেরু ও ফিরোজ গান্ধীকে নিয়ে আপত্তিকর পোস্ট তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায় যার জেরে রীতিমতো ক্ষুব্ধ দেশবাসী। তবে নিজের গ্রেফতারির খবর সোশ্যাল মিডিয়ায় লিখে জানিয়েছেন অভিনেত্রী পায়েল।payal rohatgi 1200

প্রধানমন্ত্রী দফতরের ট্যাগ লিখে নিজের গ্রেফতারির কথা লিখে মত প্রকাশের স্বাধীনতা চলে গিয়েছে বলে মন্তব্য করেছেন ফাইল একই সঙ্গে বাকস্বাধীনতার রসিকতায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।কংগ্রেসের তরফে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই প্রথমবার নয় এর আগে তথ্যপ্রযুক্তির আইনের আওতায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

সম্পর্কিত খবর