বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর! কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আলিপুরদুয়ার আদালত। এক্ষেত্রে দুটি সোনার দোকানে চুরি করার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে শাসকদলের সঙ্গে নিশীথ প্রামাণিকের দ্বন্দ্ব চরমে উঠেছে, সেই পরিস্থিতিতে এই ঘটনা যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে। অপরদিকে, তাঁর বিরুদ্ধে আক্রমণ শানান তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। দিনহাটার তৃণমূল বিধায়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাড়ি-গোঁফ উপড়ে ফেলার পাশাপাশি আরো একাধিক বেফাঁস মন্তব্য করেন।
শুধু তাই নয়, পরবর্তীতে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর ঘটনায় মুহূর্তের মধ্যে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাঁর কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। পরবর্তীতে তৃণমূল বনাম বিজেপি কর্মী সমর্থকদের বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অপরদিকে, বিজেপি নেতাও পাল্টা কটাক্ষ ছুড়ে বলেন, “কেউ যদি পাথর ফেলে, তাহলে তাকে ফুল ছোড়া উচিত হবে না।” আর এবার তাঁর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা আগামী সময়ে রাজনৈতিক বিতর্ক আরো বৃদ্ধি করবে বলেই মত বিশেষজ্ঞদের।
সূত্রের খবর অনুযায়ী, ২০০৯ সালে আলিপুরদুয়ারের দুটি সোনার দোকানের চুরির ঘটনায় অভিযোগ ওঠে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। পরবর্তীতে এদিন আদালতের তরফ থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। আদালত সূত্রের খবর, এদিন নিশীথের তরফ থেকে কোন আইনজীবী উপস্থিত না থাকায় বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোটা ঘটনা প্রসঙ্গে আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী জানান, “আদালতের তরফ থেকে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বারাসাত আদালত হয়ে এই মামলাটি এখানে আসে। নিশীথের হয়ে কেউ কোনো রকম আবেদন করেনি। তাই এদিন অবশেষে আদালতের তরফ থেকে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”