লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ! ভারতের এই তারকা ক্রিকেটারের নামে জারি গ্রেফতারি পরোয়ানা

বাংলা হান্ট ডেস্ক: একদিকে, ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট জগতে একটি চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। যেখানে ভারতীয় ক্রিকেট দলের (Team India) বিশ্বকাপজয়ী একজন খেলোয়াড় বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।

টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন তারকা ওপেনার:

হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও ঠিক এই ঘটনাই এবার ঘটেছে। মূলত, টিম ইন্ডিয়ার (Team India) হয়ে খেলা প্রাক্তন তারকা ওপেনার রবিন উথাপ্পার বিরুদ্ধে একটি বড় মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যার ফলে তাঁকে গ্রেফতারও করা হতে পারে। জানিয়ে রাখি যে, রবিন উথাপ্পার ভারতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। শুধু তাই নয়, ২০০৭ সালের T20 বিশ্বকাপের ভারতের চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন তিনি।

কেন জারি হল গ্রেফতারি পরোয়ানা: মূলত, রবিন উথাপ্পার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। পিএফ কমিশনার সাদাক্ষরী গোপাল রেড্ডি ভারতীয় দলের (Team India) প্রাক্তন তারকা প্লেয়ার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এমতাবস্থায়, পুলকেশীনগর পুলিশকে এই বিষয়ে ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: “আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কর্ণাটকের প্রাক্তন খেলোয়াড় রবিন উথাপ্পা সেঞ্চুরিজ লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি প্রাইভেট কোম্পানি পরিচালনা করছেন। উথাপ্পার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তাঁর সংস্থায় কর্মরত কর্মীদের বেতন থেকে পিএফ কেটে নেওয়া হয়েছিল। তারপরে সেই পিএফ এখনও পর্যন্ত তাঁদের কাছে জমা করা হয়নি। যার পরিমাণ ২৩ লক্ষ টাকা।

আরও পড়ুন: পাত্তা পেলনা বিতর্ক! এবার এই পড়শি রাজ্যে বাম্পার বিনিয়োগ আদানি গ্রুপের, হবে বিপুল কর্মসংস্থান

এমতাবস্থায়, PF কমিশনার সাদাক্ষরী গোপাল রেড্ডি গত ৪ ডিসেম্বর পুলকেশীনগর থানায় একটি চিঠি লিখে এই বিষয়ে ওয়ারেন্ট জারি করার আবেদন করেন। এরপরে পুলিশ ওয়ারেন্ট জারি করে। কিন্তু, এটা দাবি করা হচ্ছে যে উথাপ্পা তাঁর আবাসস্থল পরিবর্তন করেছেন। এমতাবস্থায় পুলিশ আবার এই পরোয়ানা পিএফ অফিসে পাঠিয়ে দেয়। তবে, এবার এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর