অনুকূল রয়-কে ফিরিয়ে KKR-কে ব্যাকফুটে ঠেলে এই কাজ করলেন অর্শদীপ! ভাইরাল দৃশ্য

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে রান তারা করতে নেমে একদম শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। আর এই দুটি উইকেটই নিজের প্রথম ওভারে নিয়ে পাঞ্জাবকে বেশ কিছুটা এগিয়ে দিয়েছিলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। প্রথমে মনদীপ সিং এবং পরে অনুকূল ঠাকুরকে আউট করেছিলেন তিনি নিজের প্রথম ওভারের প্রথম এবং শেষ বলে।

এই সময় তিনি একটি কাজ করেছিলেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ার অত্যন্ত বেশি চর্চা হচ্ছে। আজ নাইট রাইডার্সের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামা অনুকূল রয় একটি দুর্দান্ত চার মেরেছিলেন ওই নির্দিষ্ট ওভারেই। সেই নিয়ে হয়তো কিছুটা ক্ষোভ ছিল অর্শদীপের মনে। এরপর সেই ওভারেই তাকে আউট করে হিমশীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন পাঞ্জাবের তারকা বোলার।

গত কয়েক মাস ধরে তার অনেক সমালোচনা হয়েছে। পাঞ্জাবি তরুণ পেসার অনেক বেশি রান খরচ করেন নো বল করে এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে বারংবার যা একেবারেই মিথ্যা নয়। তবে এই আইপিএলটিকে হয়তো জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিচ্ছেন অর্শদীপ।

আজ ভানুকা রাজাপক্ষের ৫০ ও শিখর ধাওয়ানের ৪০ রানের ইনিংসে ভর করে কেকেআরের সামনে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য রেখেছে পাঞ্জাব কিংস। নাইট বোলারদের মধ্যে উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী বাদে বাকিরা। তারা দুজন কৃপণ বোলিং না করলে রানের গন্ডি ২০০-ও অতিক্রম করতে পারতো পাঞ্জাব।

 

সম্পর্কিত খবর

X