নেট প্র্যাক্টিসে রোহিত শর্মা, বিরাট কোহলিকে নাস্তানাবুদ করে ছাড়ছেন তরুণ পেসার অর্শদীপ সিং

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তরুণ পাঞ্জাবি বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। আইপিএলে দুর্দান্ত বোলিং করে নিজেকে সীমিত ওভারের ক্রিকেটে উপযোগী বলে আগেই প্রমাণ করেছিলেন তিনি। কিছুটা অপেক্ষা করতে হলেও গত ইংল্যান্ড সফরে তার ভারতীয় দলে জায়গা হয়েছিল। কৃপণ বোলিং, গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া, ডেথ ওভার এবং পাওয়ার প্লে-তে রানের গতি বাড়তে না দেওয়া সমস্ত কিছুই তিনি জাতীয় দলের জার্সিতে করে দেখাতে পেরেছেন। ফলে অপরিহার্য হয়ে উঠছেন রোহিত শর্মার দলে। সকলেই মনে করছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গা পাকা হয়ে গেছে।

ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং নিজের জাত চিনিয়েছেন অর্শদীপ। ডেথ ওভারে তার রান আটকে রাখার ক্ষমতা তার একটি বড় ইউএসপি। এশিয়া কাপে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তিনি। কারণ ভারতীয় দলের ডেট ওভার এর বোলিংয়ের দায়িত্বে যে দুজন বলার সাধারণত থাকেন সেই হর্ষল প্যাটেল এবং যশপ্রীত বুমরা চোটের জন্য এই প্রতিযোগিতার অংশ নন। ভুবনেশ্বর কুমার প্রতিদিন ডেথ ওভার ভালো বোলিং করবেন এমনটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। ফলে রোহিত শর্মার হাতে সবচেয়ে বড় অস্ত্র আপাতত অর্শদীপই।

   

এশিয়া কাপ শুরুর আগে আপাতত প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল। কোচ রাহুল দ্রাবিড়ের করোনা রিপোর্ট এখনো পজেটিভ থাকায় তাকে ছাড়াই অনুশীলন শুরু করেছে ভারত। ভিভিএস লক্ষ্মণ সহায়তা করছেন রোহিত শর্মাদের। এরইমধ্যে শোনা গেছে নেটে অর্শদীপ সিংয়ের বোলিংয়ের দাপটে নাস্তানাবুদ হচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। তরুণ বাঁহাতি পেসার দুই তারকা ব্যাটসম্যানকে একাধিকবার সমস্যায় ফেলেছেন প্রস্তুতির সময়।

বিরাট কোহলিকে তিনি আউটসাইড অফ অফস্ট্যাম্পে বল করেছেন। সেখান থেকে কিছু বল বাইরে বেরিয়ে গেলেও কয়েকটি বল ইনসুইং করে ভেতরে এসেছিলো যেগুলি কোহলিকে বিট করেছে। নেটে এতবার বিরাট কোহলিকে পরাস্ত করেছেন তিনি যে বাধ্য হয়ে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে শলা-পরামর্শ করতে দেখা গেছে কোহলিকে। রোহিত শর্মাকেও বিভ্রান্ত করেছেন তিনি। অর্শদীপের বল না কি এতটাই বাইরে পড়েছিল যে রোহিত শর্মা কার্ড করার জন্য প্রয়োজনীয় পজিশন নিয়ে নিয়েছিলেন। কিন্তু তাকে চমকে দিয়ে বলটি ইনসুইং করে তার উইকেট উড়িয়ে দেয়। ২৮শে আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এই ফর্ম বজায় রাখুক অর্শদীপ, এমনটাই চাইবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর