আটচালার গাঁজার ঠেক হবে বাংলায়- দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক – সাম্প্রতিক রাজ্যে যে উন্নয়নমূলক প্রকল্প চলছে তার মধ্যে অন্যতম প্রকল্প হতে চলেছে আটচালা অর্থাৎ গ্রামের দিকে মানুষদের বসে সাংস্কৃতিক কথাবার্তা উন্নতশীল চিন্তাধারার বিকাশ ঘটানোর মাধ্যমে ছিল আগের দিনে আটচালা ঘর। সেই পথেই এবার হাঁটতে চলেছে রাজ্য সরকার, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে বলেন আমরা যেভাবে গ্রামের মানুষের সামাজিক উন্নয়নের জন্য কাজ করছি। সেখানে যদি আটচালা করা যায় প্রতিটি গ্রামে তাহলে মানুষ সেখানে গিয়ে উন্নতশীল কথাবার্তা বা চিন্তা ধারা নিয়ে আলোচনা করতে পারবে।

সেই পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন সেখানে কোন আটচালা হবে না সেখানে মদ-গাঁজার ঠিক হবে। কারন বাংলায় যুবকদের কাজ নেই। তাদের কথা না চিন্তা করে গাঁজা ঢেক বানাছে।

images 33
এদিকে বিজেপি দাবী করেছে যে ভাবে গ্রামের মানুষের কাজ ঠিক মতো নেই, গ্রামের কোন সামাজিক উন্নয়ন হয়ছে না তাই আটচালা না করে মানুষের জন্য চাকুরী ব্যাবস্থা করুক। এখন দেখার বিশয় সত্যিকি আটচালা তৈরি হয়। প্রায় ১০০০বেশি আটচালা তৈরি হবে বলো শোনা যাচ্ছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর