বাংলা হান্ট ডেস্কঃ অটল বিহারী বাজপেয়ী এর নেতৃত্বে কেন্দ্র সরকার চলাকালীন ছয় বছরে ৪ বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। কিন্তু সংবিধানের ধারা ৩৫৬ (Article 356) কে কংগ্রেস কেমন ভাবে ব্যাবহার করেছে সেটা জানা খুবই দরকার। কংগ্রেস নিজেদের শাসনকালে মোট ৯১ বার অ-কংগ্রেসি সরকারকে বরখাস্ত করেছিল। ১৯৫১ সালে প্রথমবার জওহর লাল নেহেরু প্রধানমন্ত্রী থাকাকালীন পাঞ্জাব সরকারকে বরখাস্ত করা হয়েছিল। আর তারপর থেকে বিভিন্ন রাজ্যে মোট ১১১ বার রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছে। কংগ্রেসের শাসনকালে কেরলে গঠিত প্রথম বামপন্থী সরকারকে ১৯৫৯ সালে বরখাস্ত করা হয়েছিল।
সবার আগে কথা বলি নরেন্দ্র মোদী সরকার আর ৩৫৬ ধারার। মহারাষ্ট্র প্রথম রাজ্য না, যেখানে বিজেপি সরকারের শাসনকালে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর দেশের চারটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। শেষবার যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল, সেটি হল জম্মু কাশ্মীর। ২০১৫ সালে বিজেপি-পিডিপি জোট ভেঙে দেওয়ার পর জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। ২০১৬ সালে অরুনাচল প্রদেশে ২৬ দিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। কংগ্রেসের ২১ বিধায়ক ১১ জন বিজেপি বিধায়ক আর ২ জন নির্দলীয় বিধায়কের সাথে জাত মিলিয়েছিল, এরপর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। যদিও এরপর এই মামলা সুপ্রিম কোর্টে যায়, আর সুপ্রিম কোর্ট রাজ্যে ফের কংগ্রেসের সরকার বহাল করে।
উত্তরাখণ্ডে ২০১৬ সালে দুবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। প্রথমে ২৫ দিনের জন্য, আর পরে ১৯ দিনের জন্য। এর আগে ২০১৪ সালে ৩৩ দিনের জন্য মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছিল। ২০১৪ সালে নির্বাচনের ঠিক আছে তৎকালীন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান কংগ্রেস-এনসিপি জোট ভেঙে যাওয়ার পর ইস্তফা দিয়েছিলেন। এরপর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। নরেন্দ্র মোদীর শাসনের কম-বেশি ছয় বছরে এখনো পর্যন্ত চারবার বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সবথেকে বেশি ৪৫ বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। ১৯৫৯ সালে কংগ্রেসের শাসনকালে যখন কেরলের বামপন্থী সরকারকে বরখাস্ত করা হয়েছিল, তখন কংগ্রেস নেতা তথা ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। অসাংবিধানিক ভাবে কেরলের বাম সরকারকে বরখাস্ত করার প্রতিবাদে ফিরোজ গান্ধী তারপর আর কোনদিনও প্রধানমন্ত্রী আবাসে পা রাখেননি।
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর ১৬ বছরের কার্যকালে ৭ বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। আরেকদিকে ইন্দিরা গান্ধী প্রায় একই সময়ে দেশে ৪৫ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দুইবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। রাজীব গান্ধী ৫ বছর ক্ষমতায় থেকে ৬ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। পিভি নরসিমহা রাও এর কার্যকালে ১১ বার, আর ডঃ মনমোহন সিং এর কার্যকালে ১০ বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল।
সমাজবাদী জনতা পার্টির চন্দ্রশেখর রাও আর জনতা পার্টি সেকুলার এর চৌধুরী চরণ সিং এর কার্যকালে ৪ বার ৩৫৬ ধারার প্রয়োগ করা হয়েছিল। সংযুক্ত জোটের সরকারের আমলে এইচডি দেবেগৌড়া ২ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। মজাদার ব্যাপার হল, এই সরকারকে কংগ্রেস সমর্থন করেছিল।