বাংলা হান্ট ডেস্ক : আর্টিকেল ৩৭০ (Article 370) নিয়ে চর্চা বিস্তর। দেশ তো বটেই পাশাপাশি বিদেশের মাটিতেও এই নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। আর এবার শীঘ্রই সিনেমার পর্দায় আসতে চলেছে এই কাহিনী। ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ইয়ামি গৌতম (Yami Gautam)। অন্যদিকে ছবির মূখ্য চরিত্র অর্থাৎ নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূমিকায় অভিনয় করছেন অরুণ গোভিল (Arun Govil)।
এইদিন অরুণ গোভিল টুইটে একটি সংলাপ পোস্ট করে লিখেছেন, ‘পুরো কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে।’ এরপর তিনি আরও লিখেছেন, ‘আর্টিকেল ৩৭০ ছবিতে আমি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছি। ছবিটি মুক্তি পাচ্ছে ২৩ ফেব্রুয়ারি। অবশ্যই দেখবেন। জয় শ্রী রাম।’
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আর্টিকেল ৩৭০ এর ট্রেলার। ছবির প্রথম ঝলকে নরেন্দ্র মোদী রূপে দেখা গেল অরুণ গোভিলকে। সেখানে অরুণ গোভিল পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলছেন, ‘এই কাশ্মীর অনেক কষ্ট পেয়েছে। আমরা এই অবস্থায় ছেড়ে দেব না।’ পরবর্তী সংলাপে তিনি বলেন, ‘আমরা 370 ধারা বাতিল করব।’ এরপরেই তিনি বলেন, ‘ইতিহাস লিখতে হলে কাউকে ইতিহাস গড়তে হবে।’
View this post on Instagram
আরও পড়ুন : ‘পরীক্ষা দিতে যেতে পারব তো?’ অশান্তি পরিবেশের মধ্যে আতঙ্কে ভুগছে সন্দেশখালির মাধ্যমিক পড়ুয়ারা
এই টুইটের প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক মানুষ। ভক্তদের কথায়, তারা অরুণ গোভিলের এই অবতার দেখে দারুণ খুশি। এক ভক্ত লিখেছেন, ‘সবাই বলে যে রামানন্দ সাগরের রামায়ণে ভগবান রামের ভূমিকায় অরুণ গোভিলকে দেখে তাদের মনে হয়েছিল যে তাকে অন্য কোনও চরিত্রে ভাল মানাবেনা। তবে এই ধারণা এবার বদলে যাবে। নরেন্দ্র মোদীর চরিত্রে এখনও পর্যন্ত সবচেয়ে মানানসই হয়েছেন অরুণ গোভিল।’
Poora ka Poora Kashmir, Bharat Desh ka hissa tha, hai aur rahega!
“आर्टिकल 370” फ़िल्म जिसने मैंने आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की भूमिका निभाई है…फ़िल्म 23 फ़रवरी को रिलीज़ हो रही है ज़रूर देखियेगा…
जय श्रीराम 🙏🏼@RSSorg @PMOIndia @BJP4India @narendramodi pic.twitter.com/t3MU3sk8k7
— Arun Govil (@arungovil12) February 9, 2024
আরও পড়ুন : অবশেষে চালু হচ্ছে হাওড়া-বারাণসী বন্দে ভারত, কবে থেকে ছুটবে? মুখ খুলল ভারতীয় রেল
প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার ‘আর্টিকেল ৩৭০’ ছবির ট্রেলার লঞ্চ হয়েছে। ছবিটি মুক্তি পেতে চলেছে ২৩ ফেব্রুয়ারি। ছবিতে একজন এনআইএ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। ছবিতে মূলত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের উত্থান এবং তারপরে মোদী সরকারের ৩৭০ ধারা বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের উপর আলোকপাত করেছে। ইতিমধ্যেই দারুণ সাড়া পেয়েছে ছবির প্রথম ট্রেলার।