আর নেই চিন্তা! এবার কৃষিক্ষেত্রে বিপ্লব আনবে AI, এইভাবে লাভবান হবেন কৃষকরা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে প্রযুক্তি মানুষকে গিলে খাচ্ছে। এমন কোনও যন্ত্র নেই যা আবিষ্কার করতে থামছেন না বিজ্ঞানীরা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) প্রভাব মানুষের জীবনে প্রবল মাত্রায় ছড়িয়ে পড়েছে। যাকে ছোট্ট করে বলা হয় AI। অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারে এই প্রযুক্তি। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চিকিৎসাক্ষেত্র, বিচারবিভাগ সবেতেই তুমুল ব্যবহার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তবে এবার ফেসবুক, মেসেঞ্জার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃষিক্ষেত্রেও নিজের বিস্তার লাভ করতে চলেছে। শুনতে অবাক লাগলেও একথাই সত্যি। যার ফলে AI-এর মাধ্যমে চাষবাস আরও সহজলভ্য হয়ে উঠবে।

কৃষিক্ষেত্রে AI (Artificial Intelligence)-এর ব্যবহার:

জানা যাচ্ছে, কলকাতা-লন্ডন বেসড একটি বেসরকারি সংস্থা কৃষকদের সুবিধার্থে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) প্রযুক্তিকে ব্যবহার করে কৃষিক্ষেত্রকে আরও উন্নতমানের করে তুলবে। সেইসাথে কৃষিব্যবস্থা হবে আরও সহজলভ্য। মূলত ফসলের পরিমাণ বাড়াতেই এই প্রযুক্তির ব্যবহার করা হবে।

Artificial Intelligence effects on agriculture.

AI কৃষিক্ষেত্রে কি কি কাজ করবে: তথ্যসূত্রে জানা গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) মাধ্যমে কৃষিকাজের যেকোনও সমস্যা সহজে দূর করা যাবে। তাও আবার স্বল্প সময়ের মধ্যে। এমনকি এই ব্যবস্থার মাধ্যমে মাটি পরীক্ষা করাও যাবে। আসলে মাটির ওপর নির্ভর করে থাকে চাষের ব্যবস্থা। মাটি উর্বর নাকি অনুর্বর সেটা সবার আগে জানা উচিত। সেই সমস্যাও দূর করবে এই প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাটি পরীক্ষা করে বলে দেবে সেই মাটি চাষ যোগ্য কিনা। সেইসাথে ওই মাটিতে চাষ করলে কতটা ফলন হবে সেটাও আগেভাগে জানা যাবে।

আরও পড়ুন: এই একটা সিদ্ধান্তেই ঘটল বিপর্যয়! অবশেষে ক্ষমা চাইলেন রোহিত, জানালেন কোথায় হয়েছে ভুল

এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এখানেই শেষ নয়। জানা গিয়েছে, ফসল উৎপাদনের পাশাপাশি পরবর্তী কাজকর্মের ওপরেও বিশেষ ভূমিকা নিতে চলেছে AI (Artificial Intelligence)। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট থেকে শুরু করে লাইভস্টক ও স্মার্ট কোল্ড স্টোরেজ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা হবে। এর আগেও প্রযুক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে মানুষকে উপকৃত করেছে, আর এবার কৃষি ব্যবস্থাকে অন্য মাত্রা দিতে এমন অভাবনীয় আবিষ্কার।

আরও পড়ুন: ফের বাজিমাত করলেন সৌরভ! পেয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন সংস্থার বিরাট দায়িত্ব

এই প্রযুক্তি প্রস্তুতকারী বেসরকারি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও সায়ন্তন সাহা জানিয়েছেন, তাঁর স্বপ্ন ছিল ভারতের কৃষিক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) প্রয়োগ আরও উন্নতমানের করে তোলা। সেইসাথে ভারতীয় কৃষকদের অত্যাধিক ফসল উৎপাদন ও স্বনির্ভর করে তোলার জন্যই “দেশকা কৃষিএআই”-এর মত অভিনব আবিষ্কার করা হয়েছে। যেটি ভবিষ্যতে কৃষিক্ষেত্রকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর