চেকপোস্টে ডকুমেন্টস্ চেকিংয়ের দিন শেষ! সিকিমে এবার বিশেষ ব্যবস্থা, AI সারবে সব কাজ

বাংলাহান্ট ডেস্ক : ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ড্রিভেন ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বা এআইডিটিএমএস চালু করলো সিকিম পরিবহন দপ্তর। নথিপত্র দেখাতে হলে আর্থিক পোস্টে দাঁড়াতে হবে না পর্যটকদের। আগামী ২৫শে মে থেকে নয়া পরিষেবা চালু করতে চলেছে সিকিম (Sikkim) পরিবহন দপ্তর।

পথে ট্রাফিক পুলিশকে আর নথিপত্র (Documents) দেখাতে হবে না গাড়ি চালককে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ড্রিভেন ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বা এআইডিটিএমএস যন্ত্র বলে দেবে গাড়ির নম্বর ঠিক রয়েছে কিনা এবং তার নথিপত্র সঠিক কিনা। বলাই বাহুল্য, সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকদের গাড়ি ট্রাফিক পুলিশের কবলে পড়ে যথেষ্ট সময় নষ্ট হতো এবং তাদের হেনস্থা হতে হত।

আরোও পড়ুন : কেউ হাজারেই খুশি, কারোও চাই লাখ টাকা! ছোট পর্দার জগদ্ধাত্রী থেকে খড়ি, কার বেতন কত জানেন?

এবার আর সেই ঝামেলা থাকছে না নতুন ব্যবস্থায় যে সকল পর্যটক গাড়ি নিয়ে নিজেরা বেড়াতে যাবেন তাঁরা এবং সাধারণ গাড়ি চালকেরাও বেশ উপকৃত হবেন বলে খবর। হ্যাঁ তবে গাড়ির সমস্ত কাগজপত্র আপটুডেট রাখতে হবে গাড়ি চালককে। প্রসঙ্গত, রংপো হলো সিকিমে প্রবেশের জন্য প্রধান পথ।

আরোও পড়ুন : চরম দুঃসংবাদ! আগে যতটাও বা পেতেন, এখন আর জুটবে না সেটুকুও! রেশনের কেরোসিন নিয়ে বড় খবর

দার্জিলিং থেকে জোড়থাঙ দিয়েও সিকিমে যাওয়া আসা সম্ভব। যারা এতদিন ওই এলাকা দিয়ে যাতায়াত করতো অন্তত ঘণ্টা খানেক সময় লেগে যেতো। তার পাশাপাশি রাস্তাঘাটে কিংবা সংরক্ষিত এলাকায় নথিপত্র দেখানো নিয়ে দুর্ভোগ তো ছিলই। তবে বর্তমানে নথিপত্র স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে গোটা দেশে।

তাই তো গাড়ির চালকেরাও ডিজি- লকারে গাড়ির নথি আপলোড করে রাখেন। তাই বেড়াতে গিয়ে গাড়ির সমস্ত নথিপত্র সঙ্গে কেউরে নিয়ে ঘুরে বেড়ানো কিংবা তা হারিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে ভয়ে ভয়ে থাকতে হয় না। তবে সিকিমে যেহেতু এই অবস্থা চালু ছিল না তাই যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল।

1686397764666

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “কেন সিকিমে এআইডিটিএমএস চালু ছিল না, সেটা নিয়ে আমরাও বার বার প্রশ্ন তুলেছি। শেষ পর্যন্ত সিকিম পরিবহণ দপ্তর এই ব্যবস্থা চালু করছে এটা ভালো। এতে পর্যটকদের দুর্ভোগ কমবে।” আগামী২৫ মে থেকে সিকিমে এই বিশেষ ব্যবস্থা চালু হবে বলে জানা গিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর