বাংলাহান্ট ডেস্ক : মহাকাশ (Space) গবেষণায় চিনের বড় নজির। প্রকৃতির হিসেব বদলে কৃত্রিম উপায়ে সালোকসংশ্লেষ ঘটিয়ে ড্রাগনের দেশ মহাকাশে উৎপন্ন করে ফেলল অক্সিজেন, রকেট জ্বালানি। মহাকাশ গবেষণায় অগ্রগতির জন্য চিন Tiangong নামক নিজস্ব স্পেস স্টেশন তৈরি করেছে মহাকাশে।
মহাকাশে (Space) কৃত্রিম সালোকসংশ্লেষ
পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সেখানেই চিনের (China) বিজ্ঞানীরা ঘটিয়ে ফেলেছেন কৃত্রিম সালোকসংশ্লেষ। Shenzhou 19 অভিযানের আওতায় কৃত্রিম সালোকসংশ্লেষ ঘটিয়ে উৎপন্ন করা গেছে অক্সিজেন, রকেটের জ্বালানি। চিন ২০৩০ সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ নামানোর পরিকল্পনা করেছে।
সেই অভিযানের আগে কৃত্রিম উপায়ে অক্সিজেন উৎপন্ন করে মহাকাশ গবেষণায় নজির সৃষ্টি করে ফেলল চিন। পৃথিবীর উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও জলের মাধ্যমে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। চীনের বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে সালোকসংশ্লেষ ঘটিয়ে তৈরি করেছেন তেমনই অক্সিজেন ও রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত ইলিথিন।
আরোও পড়ুন : ব্যালকনিতে ঘনিষ্ঠ যুগলে, ফেব্রুয়ারি পর্যন্ত তর সইল না, আগেই বড় কাজ সারলেন অনন্যা-সুকান্ত!
বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি ড্রয়ারের মতো যন্ত্র ও অর্ধপরিবাহী অনুঘটকের মাধ্যমে এমনটা ঘটানো সম্ভব হয়েছে। চিনা বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথবীর উদ্ভিদের মতো সালোকসংশ্লেষ ঘটানো সম্ভব হয়েছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। মহাকাশে (Space) কৃত্রিম উপায়ে অক্সিজেন ও রকেটের জ্বালানি তৈরিতে মিলেছে সাফল্য।
আরোও পড়ুন : পরপর ধাক্কা! অনস্ক্রিন বউয়ের পর এবার বিয়ে সারলেন ‘অনিকেত’ রণজয়ের প্রাক্তন প্রেমিকা
চিনের মহাকাশ গবেষণা সংস্থা China Manned Space Agency (CMSA) জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাভাবিক তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডকে রূপান্তরিত করতে পেরেছেন চিনের বিজ্ঞানীরা। মহাকাশে মানুষ প্রেরণের আগে এই সাফল্য অনেকটাই ফলপ্রসূ হয়ে উঠবে। Tiangong আগামীদিনে চীনের মহাকাশ গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
এতদিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চিনের বিজ্ঞানীরা (Scientist) গবেষণার কাজ করতেন। তবে চিনের সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠতার কারণ দেখিয়ে তাদের সেখানে প্রবেশের অনুমতি বন্ধ থাকবে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তারপর মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা গ্রহণ করে CMSA।