আমাদের ধর্মীয় সংষ্কৃতি-শিকড় নিয়ে কাটাছেঁড়া করার অধিকার কেউ দেয়নি! ‘আদিপুরুষ’ বিতর্কে সরব ‘রাম’ অরুণ

বাংলাহান্ট ডেস্ক: যে ছবি নিয়ে একসময়ে জল্পনা তুঙ্গে ছিল এখন সেই ছবিই রয়েছে বিতর্কের শীর্ষে। কথা হচ্ছে ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে। প্রভাস ও সইফ আলি খানের আসন্ন ছবিটি রামায়ণের কাহিনি নির্ভর হবে, এ খবর ঘোষনা হওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা। কিন্তু তাদের অপেক্ষায় কার্যত জল ঢেলে দিয়েছে আদিপুরুষ এর টিজার।

শ্রী রাম, রাবণ, হনুমানের লুক এবং VFX এর অবস্থা দেখেই ক্ষেপেছিলেন দর্শকরা। বিতর্কের জল গড়ায় রাজনৈতিক মহলেও। এবার আদিপুরুষের টিজারের বিরুদ্ধে মুখ খুললেন ছোটপর্দার অত‍্যন্ত জনপ্রিয় অভিনেতা, পর্দার রামচন্দ্র ওরফে অরুণ গোভিল (Arun Govil)। টিজার দেখেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

Arun dipika

সম্প্রতি নিজের ইউটিউব চ‍্যানেলে একটি ভিডিও বার্তায় এ বিষয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন, রামায়ণ বা মহাভারতের মতো যত গ্রন্থ বা শাস্ত্র আছে সেসব হিন্দু ধর্মের সংষ্কৃতি, শিকড় স্বরূপ। এই শিকড়কে নড়ানোও যায় না, বদলানোও যায় না। কোনো ছেলেখেলা করাই উচিত নয়‌।

তিনি আরো বলেন, আমাদের সংষ্কৃতি বিশ্বের সবথেকে প্রাচীন সংষ্কৃতি। শাস্ত্র থেকেই মানুষ সংষ্কার থেকে, জীবনের অর্থ শেখে। করোনা কালে নতুন করে টিভিতে রামায়ণের সম্প্রচার শুরু হয়েছিল। এ বিষয়ে অরুণ গোভিল বলেন, করোনার সময়ে ধর্মীয় সংষ্কৃতির জোয়ার এসেছিল। ৩৫ বছর আগে তৈরি রামায়ণ বিশ্ব রেকর্ড গড়েছিল। আগেকার প্রজন্ম থেকে নতুন প্রজন্মও শ্রদ্ধা নিয়ে দেখেছিল রামায়ণ।

আদিপুরুষ নির্মাতাদের উদ্দেশে অরুণের বার্তা, ধর্মীয় সংষ্কৃতি, শিকড়ের সঙ্গে কাটাছেঁড়া করার অনুমতি কেউ দেয়নি তাদের। সৃজনশীলতার নামে ধর্ম নিয়ে ঠাট্টা যেন না করা হয়। শুধু অরুণ না, পর্দার লক্ষ্মণও প্রতিক্রিয়া দিয়েছেন আদিপুরুষ সম্পর্কে।

আদিপুরুষে দেখানো রাম রাবণের চরিত্রগুলি ‘আজব’ লেগেছে, সেকথা স্বীকার করেই সুনীল লহরী বলেন, ঐতিহাসিক চরিত্রগুলির মতো এই পৌরাণিক চরিত্রগুলির তো সেই অর্থে কোনো ছবি পাওয়া যায় না। শুধুমাত্র অস্ত্রশস্ত্রের বর্ণনায় একটা ধারণা করা যায়। শ্রী রাম, রাবণকে চিরদিন এক রকম ভাবে ভেবে এসেছে মানুষ আর সেই ভাবনাটাই ফুটে উঠেছে পর্দায়।

রাবণের সেই রূপটাকেই ভেঙেচুরে দেওয়ায় ক্ষুব্ধ দর্শকরা। কিন্তু এতে নির্মাতাদের কোনো দোষ দেখছেন না সুনীল। তাঁর মতে, একজন শিল্পীর সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের ভাবনা চিন্তাটা প্রদর্শন করার। তবে তিনি এও বলেছেন, ধর্ম নিয়ে কোনো রকম ছেলেখেলা এই দেশের মানুষ আর সহ‍্য করবে না।

Niranjana Nag

সম্পর্কিত খবর