বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দুই সপ্তাহ ধরে AIIMS এ ভর্তি ছিলেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুন জেটলি (Arun Jaitley), প্রতিদিনই ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল বলে খবর। তিনি AIIMS এর আইসিইউ-তে ভর্তি ছিলেন। সেখানে ওনার শারীরিক অবস্থার অবনতি এতটাই খারাপ ছিল যে, ওনাকে ভেন্টিলেটর থেকে বের করে Extracorporeal membrane oxygenation ( ECMO ) তে রাখা হয়েছিল।
Delhi: Former Union Minister and Senior BJP leader Arun Jaitley passes away at AIIMS pic.twitter.com/OTDwN7sM0w
— ANI (@ANI) August 24, 2019
প্রসঙ্গত, ECMO তে রোগীদের তখনই রাখা হয়, যখন তাঁদের হার্ট, কিডনি কাজ করা বন্ধ করে দেয় আর সেই সময় রোগীদের জন্য ভেন্টিলিটর কোন কাজেই লাগেনা। এই প্রক্রিয়াতে রোগীর শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। অরুন জেটলিকে দেখতে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জিতেন্দ্র সিং AIIMS এ গেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অরুন জেটলিকে দেখতে AIIMS এ গেছিলেন। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী হর্ষবর্ধনও AIIMS এ যান অরুন জেটলিকে গেছিলেন। বিজেপির সমস্ত নেতারাই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অথা বিজেপির প্রবীণ নেতাকে দেখতে AIIMS এ গেছিলেন। বিস্তারিত আসছে …