BCCI এর নয়া নির্দেশিকায় প্রশ্নের মুখে অরুনলালের কোচিং কেরিয়ার।

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেট শুরু করার ব্যাপারে খুবই সাবধানে এগোতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়মের ফলে কোচিং ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে গেল বাংলার হেড কোচ অরুনলালের।

বিসিসিআই চাইছে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত থাকবেন তারা যাতে শারীরিকভাবে সুস্থ থাকেন। আর তাই বোর্ডের নতুন নির্দেশ অনুযায়ী যে সমস্ত ব্যক্তিদের 60 বছরের বেশি বয়স হয়ে গিয়েছে এবং যারা ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস কিংবা কম প্রতিরোধ ক্ষমতার সঙ্গে লড়াই করছেন, তাদের কোন শিবিরের সঙ্গে যুক্ত রাখা যাবে না। আম্পায়ার, কোচ এবং সাপোর্টস্টাফরা সকলেই এই নিয়মের আওতাভুক্ত।

141515931dc920a06477fa1bb085b7aa056d44b49dc60df1982884d51915ac18a21ba9534

এই সমস্ত ব্যক্তিবর্গের থেকে খুব সহজেই সংক্রমণ ছড়াতে পারে অন্যান্য ব্যক্তিদের মধ্যেও। আর এই কারণেই সরকারি নির্দেশ ছাড়া কেউ যুক্ত থাকতে পারবেন না কোনো শিবিরের সঙ্গে। বোর্ডের এই নতুন নির্দেশিকার ফলে বাংলার কোচ অরুনলালের কোচিং কেরিয়ার প্রশ্নের মুখে। কারন ইতিমধ্যেই তিনি 65 বছরে পা দিয়েছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর