লটারিই বদলে দিল জীবন! ৪৪ কোটি টাকা জিতে বিশ্ববাসীকে চমকে দিলেন বেঙ্গালুরুর অরুণ

বাংলা হান্ট ডেস্ক: লটারির সৌজন্যেই রাতারাতি বদলে গেল জীবন! শুধু তাই নয়, এক্কেবারে কোটিপতি হয়ে সবাইকে চমকে দিলেন বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা অরুণ কুমার ভাটাক্কে করোথ। জানা গিয়েছে, সম্প্রতি “সিরিজ ২৫০ বিগ টিকিট লাইভ ড্র”-তে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে নাম সামনে আসে অরুণের।

মূলত, “সিরিজ ২৫০ বিগ টিকিট লাইভ ড্র”-তে সারা বিশ্বের মানুষ লটারির টিকিট কিনতে পারেন। এমতাবস্থায়, আবু ধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিটের এই লাইভ শো-তে লাইভ টেলিকাস্টের মাধ্যমে যাঁদের নম্বর ঘোষণা করা হয়, তাঁরা কোনো নির্দিষ্ট পরিমান অর্থ বা বিলাসবহুল গাড়ি জিততে পারেন। আর সেখানেই বাজিমাত করেছেন অরুণ। তাঁর জেতার পরিমান জানলে রীতিমতো হুঁশ উড়ে যাবে সবার।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অরুণ কুমার ভাটাক্কে করোথ সব মিলিয়ে ২০ মিলিয়ন দিনার (ভারতীয় প্রায় ৪৪ কোটি ৭৫ লক্ষ টাকা) জিতেছেন। মূলত, অরুণ তাঁর বন্ধুদের কাছ থেকে প্রথম “বিগ টিকিট লাইভ ড্র” সম্পর্কে জানতে পারেন। তারপর তিনি অনলাইনে টিকিট কেনা শুরু করেন।

এমতাবস্থায়, গত ২২ মার্চ তিনি ভাগ্য পরীক্ষা করার জন্য বিগ টিকিটের ওয়েবসাইট থেকে তাঁর দ্বিতীয় টিকিটটি কিনেছিলেন। এদিকে, বিগ টিকিটের লাইভ স্ট্রিম চলাকালীন সেখানে লটারি বিজয়ী হিসেবে অরুণের নাম ঘোষণা করা হয়৷ পাশাপাশি, মঞ্চে উপস্থিত লোকজনের একটি প্যানেল তাঁর টিকিটটি যাচাই করে নেন। শেষে ওই শো-এর হোস্টরা অরুণকে জানান যে, যে তিনি ২০ মিলিয়ন দিনার জিতেছেন।

সবচেয়ে মজার বিষয় হল, শো-এর হোস্টদের কাছ থেকে এই সংক্রান্ত কল পেয়ে অরুণ প্রথমে বিষয়টি বুঝতে না পেরে কলটি “ভুয়ো” ভেবে সেটি কেটে দেন এবং নম্বরটিকে ব্লক করে দেন। তবে, পরে অন্য একটি নম্বর থেকে ফোন করে বিষয়টি তাঁকে জানানো হয়। আর তারপরে অরুণ রীতিমতো চমকে ওঠেন।

whatsapp image 2023 04 05 at 6.05.30 pm

এদিকে, অরুণের এই বড় জয় বিরাট উত্তেজনার সৃষ্টি করেছে এই ধরণের খেলায় অংশগ্রহণকারীদের মধ্যেও। পাশাপাশি, এই খবর প্রকাশ্যে আসার পরেই অরুণ বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি সামনে এসেছে। একইসঙ্গে এই বিপুল অর্থ জিতে রীতিমতো সমগ্ৰ বিশ্বকেই অবাক করে দিয়েছেন অরুণ কুমার ভাটাক্কে করোথ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর